×

অর্থনীতি

হিলিতে পেঁয়াজের কেজি ১৮ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ০২:৩১ পিএম

হিলিতে পেঁয়াজের কেজি ১৮ টাকা
আগস্টের মাঝামাঝিতে কুরবানি ঈদ। এ সময় দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বাড়বে। বাড়তি চাহিদার বিষয়টি মাথায় রেখে দেশীয় আমদানিকারকরা এরই মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়িয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে পেঁয়াজের বাজারে। বাড়তি আমদানির ফলে সরবরাহ বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ১৮ টাকায় নেমে এসেছে। গতকাল হিলির আড়তগুলোয় ভারতের নাসিক ও ইন্দোর থেকে আমদানি করা পেঁয়াজ বেশি বিক্রি হতে দেখা যায়। বাজারে ভারতীয় সুখসাগর জাতের পেঁয়াজের চাহিদাও বাড়তি ছিল। স্থলবন্দর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, কুরবানি ঈদ সামনে রেখে ইন্দোর, নাসিক ও সুখসাগর জাতের পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে। এক মাস আগেও এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল। বর্তমানে এর সংখ্যা দৈনিক ৪৫-৫০ ট্রাকে উঠেছে। জানা গেছে, পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ১৮-২০ টাকায় বিক্রি হচ্ছে। দুদিন আগেও এসব পেঁয়াজ মানভেদে কেজিপ্রতি ১৯-২৩ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে দুদিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৩ টাকা কমেছে। স্থানীয় পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, পেঁয়াজের সাম্প্রতিক দরপতনের কারণ প্রধানত দুটি। প্রথমত, ঈদ সামনে রেখে বাড়তি আমদানি। দ্বিতীয়ত, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যায় পেঁয়াজের চাহিদা কমে যাওয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App