×

খেলা

দুই নারী ক্রিকেটার কাল ইংল্যান্ড যাচ্ছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ০২:২২ পিএম

দুই নারী ক্রিকেটার কাল ইংল্যান্ড যাচ্ছেন
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য জাহানারা আলম ও ফারজানা হক। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই দলটির হয়ে খেলতে ইংল্যান্ডে যাচ্ছেন তারা। সব কিছু ঠিক থাকলে আগামীকাল রাতে ইংল্যান্ডের পথে ঢাকা ছাড়বেন জাহানারা ও ফারজানা। বাংলাদেশের ক্রিকেটকে পুরুষ দলের পাশাপাশি এগিয়ে নিয়ে যাচ্ছে টাইগ্রেসরা। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ পুরুষ দল না পারলেও সেখান লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে উঁচু করে তুলে ধরেছে মহিলা দল। গত বছর ভারতকে হারিয়ে দেশকে এশিয়া কাপের প্রথম শিরোপা এনে দেন তারা। দিন দিন বাংলাদেশের নারী ক্রিকেটে আইকন হয়ে উঠছেন জাহানারা আলম। বল হাতে আগুন ঝরিয়ে ক্রিকেট বিশ্বে নিজেকে আলাদাভাবে পরিচয় করিয়েছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক লিগেও নিজের অবস্থান তৈরি করছেন খুলনার মেয়ে জাহানারা। ক’দিন আগে প্রথম বাংলাদেশি হিসেবে খেলে এসেছেন ভারতের মহিলা আইপিএলে। এবার আইসিসির তৈরি দলের হয়েও খেলার সুযোগ পাচ্ছেন তিনি। সেখানে সঙ্গী হিসেবে পাচ্ছেন সতীর্থ ফারজানা হক পিঙ্কিকে। জাহানারার আগে মহিলা দলের বর্তমান অধিনায়ক রুমানা আহমেদও গর্বিত করেছেন বাংলাদেশকে। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ জায়গা পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা মহিলা দলে। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আইসিসির একাদশে জায়গা পেয়েছিলেন এই অলরাউন্ডার। আইসিসি ডেভেলপমেন্ট দল ইংল্যান্ডে সুপারলিগ দলগুলোর বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। ওই সিরিজে মহিলা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৮-এর নিচে থাকা দেশগুলোর সেরা ক্রিকেটারদের মধ্যে থেকে বাছাই করে দল গঠন করেছে আইসিসি। ১০ দিনের এই ইংল্যান্ড সফরে সুযোগ পেয়ে উচ্ছসিত পেসার জাহানারা জানান, আমাকে ও ফারজানাকে আইসিসির ডেভেলপমেন্ট দলের হয়ে খেলার জন্য ডাকা হয়েছে। বড় একটি সুযোগ এটি। অনুশীলনের পাশাপাশি সেখানে পাঁচটি ম্যাচ খেলার কথা আছে। শেখার অনেক কিছুই পাব ওখানে। জাহানারা এবং ফারজানা দুজনেই ৮ বছর ধরে জাতীয় দলে খেলছেন। উভয়ের ক্যারিয়ারে নতুন আরেক অর্জন এই আইসিসি ডেভেলপমেন্ট দলে অন্তর্ভুক্তি। এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পেছনে জাহানারা আলমের বড় অবদান ছিল। অন্যদিকে জাহানারার সঙ্গী বাংলাদেশের আরেক তারকা খেলোয়াড় ফারজানা হক যিনি জাতীয় দলের জার্সিতে এরই মধ্যে খেলেছেন ৩৫টি ওয়ানডে ম্যাচ। ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন তিনিও। ৩৫ ম্যাচে ১৯.৯৩ গড়ে ৬৩৮ রানের মালিক ফারজানাও জাতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখনো মাঝে মাঝে ভেসে ওঠে জাহানারা আলমের দুর্দান্ত একটি ডেলিভারি। ভারতে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে জাহানারার ডেলিভারিতে স্ট্যাম্প উড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সোফি ডিভাইনের। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে ঝলকটা দেখিয়েছিলেন মার্চে। এবার আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে দেখানোর পালা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App