×

খেলা

দুই আবাহনীর ড্রয়ে কাজটি সহজ হলো বসুন্ধরার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১০:১৮ পিএম

দুই আবাহনীর ড্রয়ে কাজটি সহজ হলো বসুন্ধরার

বসুন্ধরা কিংস

টানা বর্ষণে স্থগিত হওয়া মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচটি হবে বৃহস্পতিবার। আজ বুধবার নীলফামারীতে সাদাকালোদের বিরুদ্ধে মোহামেডানের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল বসুন্ধরা কিংসের।

সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি ড্র হওয়ায় কাজটি আরো সহজ হলো বসুন্ধরা কিংসের। বৃহস্পতিবার তাদের দরকার হবে শুধু ড্র। তাহলেই অভিষেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে ঘরোয়া ফুটবলে নতুন পরাশক্তিরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীর কপাল পুড়েছে ইনজুরি সময়ে গোল খেয়ে। নাহলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ৬ বারের চ্যাম্পিয়নরা। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকা আবাহনী ড্র করেছে ২-২ গোলে। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর ৬৩ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন মামুন মিয়া।

৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান চট্টগ্রাম আবাহনীর কিরগিজস্তানের ফুটবলার ড্যানিয়েল। ৮০ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের গোলে আবার এগিয়ে যায় আবাহনী। কিন্তু ইনজুরি সময়ে আবাহনীর পয়েন্ট কেড়ে নেয় চট্টগ্রাম আবাহনী।

সমতাসূচক গোল করেন নাইজেরিয়ান এনকোচা চিগোজি। ২৩ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৫৫। ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট বসুন্ধরা কিংসের। চট্টগ্রাম আবাহনীর ২২ ম্যাচে ২৪ পয়েন্ট।

বুধবার গোপালগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্র ৬-১ গোলে হারিয়েছে স্বাগতিক মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। আর নোয়াখালীতে বিজেএমসি ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App