×

জাতীয়

আখাউড়ায় অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৩ নাইজেরিয়ান আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ০২:৫২ পিএম

আখাউড়ায় অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৩ নাইজেরিয়ান আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আজ বুধবার দুপুরে আটককৃতদের মামলাসহ আখাউড়া থানা পুলিশে সপোর্দ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়েনের ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটককৃতরা হলো ইকিজ এলবিস সুজুকি( ২৩), নুয়াস চুবকি অলিভার (২৯) ও নোহাজার ওটিছোকায়া (২৯)। ২৫ ব্যাটালিয়ন বিজিবির হাবিলদার মোহাম্মদ সিরাজুল ইসলাম জানায়, এই তিন বিদেশী নাগরিক অবৈধভাবে উপজেলার ঘাগুটিয়া সীমান্তের ২০২৮ মেইন পিলার বরাবর দিয়ে ভারত যাওয়ার পথে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি পাসপোর্ট (পাসপোর্ট নং- এ- ১০২১৬৭৪৫, এ-১০০৮২৮৪৮, এ-১০০৮২৫৮০) ৫টি মোবাইল ফোন, ৩টি ল্যাবটপ ও বিভিন্ন দেশের মুদ্রাসহ (১৩৫৩০ ভারতীয় রুপি, ৫০০ইউএস ডলার,১০০ নাইরো, ১৪১০০টাকা) প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ২৩০ টাকার মালামাল জব্দ করা হয়েছে। আখাউড়া থানার ওসি রসুল আহামেদ নিজামী বলেন, আটককৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App