×

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে হংমেং ব্যবহার করবে না হুয়াওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০৪:৫০ পিএম

স্মার্টফোনে হংমেং ব্যবহার করবে না হুয়াওয়ে
স্মার্টফোনে ব্যবহারের জন্য হংমেং অপারেটিং সিস্টেম তৈরি করেনি হুয়াওয়ে। বরং তারা অ্যান্ড্রয়েডকেই এখনো প্রধান হিসেবে ব্যবহার করতে চায়। হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বোর্ডের পরিচালক ক্যাথরিন চেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হংমেং এখনি স্মার্টফোনে ব্যবহার করবে না হুয়াওয়ে। বরং অ্যান্ড্রয়েডের সঙ্গেই তাদের ব্যবসা করবে। খুল অল্প সময়ের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহার এবং সিকিউরিটি আপডেট বিষয়টি থেকে হুয়াওয়ের পুরোপুরি নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও মন্তব্য করেন তিনি। তবে হুয়াওয়ে হংমেং ইন্ডাস্ট্রিয়াল ও অন্য কিছু ডিভাইসে ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে অবশ্য হুয়াওয়ে নতুন একটি অপারেটিং সিস্টেমের ট্রেডমার্ক চেয়ে ইউরোপিয় ইউনিয়নের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে আবেদন করেছে। চীনা প্রযুক্তি জায়ান্টটি তাদের আবেদনে বলেছে, তারা হারমনি অপারেটিং সিস্টেম স্মার্টফোন এবং কম্পিউটার উভয়ের জন্যই ব্যবহার করবে। ওই আবেদনে তাই দুটির জন্যই বলেছে তারা। গত ১৫ মে মার্কিন বাণিজ্য দপ্তর হুয়াওয়েকে দেশটিতে ব্যবসা করার ক্ষেত্রে কালো তালিকাভুক্ত করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App