×

তথ্যপ্রযুক্তি

সপ্তাহে শিশুদের স্ক্রিন টাইম ৩০ ঘণ্টার বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০৪:৪৩ পিএম

সপ্তাহে শিশুদের স্ক্রিন টাইম ৩০ ঘণ্টার বেশি
এখন আর স্মার্টফোন হাতে পাওয়ার কোনো বয়স নেই। বুঝ হওয়ার পর থেকে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে শিশুরা।এক গবেষণায় দেখা গেছে, ৪২ শতাংশ শিশু সপ্তাহে ৩০ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার করে। ফোনের দাম তুলনা করার ওয়েবসাইট সেল সেলের পরিচালিত এক গবেষণায় এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ৪ থেকে ১৪ বছর বয়সী ১১৩৫ শিশুর উপর এই জরিপ চালানো হয়। ফলাফলে দেখা যায়, ৪৭ শতাংশ শিশু ছয় বছর বয়স হওয়ার আগেই স্মার্টফোন ব্যবহার করা শুরু করে। এক থেকে দুই বছর বয়সের মধ্যে ফোন ব্যবহার করা শুরু করে ১২ শতাংশ শিশু। তবে এতো কম বয়সে স্মার্টফোন ব্যবহারের পেছনে অভিভাবকদেরও হাত রয়েছে। জরিপে ৪০ শতাংশ অভিভাবক জানিয়েছেন, বাচ্চাকে চুপ করাতেই স্মার্টফোন ব্যবহারের অনুমতি দিচ্ছেন তারা। অভিভাবকদের মধ্যে এক চতুর্থাংশ জানিয়েছেন, ফোনের পেছনে তাদের ২৫০ ডলার পর্যন্তও খরচ হচ্ছে তাদের। বাবা-মা সাধারণত তিনটি কারণে সন্তানদের হাতে ফোন তুলে দেন। সন্তানের সঙ্গে যোগাযোগ করতে, শিক্ষামূলক কনটেন্ট দেখাতে এবং সন্তান যাতে তার বন্ধুদের সঙ্গে কথা বলতে পারে সে সুযোগ করে দিতে। সেল সেলের গবেষণায় দেখা গেছে, ৫৭ শতাংশ শিশু গেম খেলতে স্মার্টফোন ব্যবহার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App