×

বিনোদন

ব্যাখ্যা দিলেন নচিকেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০১:০৭ পিএম

ব্যাখ্যা দিলেন নচিকেতা
সম্প্রতি তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতাকর্মীদের ‘কাটমানি’র টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছেন। এই মন্তব্যের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ক্ষোভ-বিক্ষোভ চলছে। রাজনৈতিক এই উত্তাল সময় নিয়ে গান তৈরি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। তার গানটির কথাগুলো এমন ‘খেয়েছেন যারা কাটমানি, দাদারা অথবা দিদিমণি, এসেছে সময়, ফেরত দিন, আসছে দিন।’ নচিকেতার সদ্য লেখা ও গাওয়া গানটি তুমুল বিতর্ক তৈরি করেছে। মমতার ২১ জুলাইয়ের সমাবেশে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে এই গানের ব্যাখ্যা দিয়েছেন নচিকেতা। নচিকেতা বলেন, ‘দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ভাষণে যা বলেছেন আমি গানে সেটাই ব্যাখ্যা করেছি। রাজ্যে কতটুকুই বা দুর্নীতি হয়েছে। সারা ভারতের ছবিটা দেখুন। কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমি বরাবরই ধর্মান্ধতার বিরুদ্ধে। ধর্মীয় গোঁড়ামিকে যারা রাজনীতিতে তুলে ধরে তাদের কখনোই সমর্থন নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App