×

খেলা

বেলের বিদায় ঘণ্টা বাজছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০৪:৫১ পিএম

বেলের বিদায় ঘণ্টা বাজছে
রিয়াল মাদ্রিদে আর মাঠে নামা হবে না গ্যারেথ বেলের। তাকে বিদায় করে দিতে মরিয়া কোচ জিদান। সময়ের কি নিষ্ঠুর পরিহাস। গেল কয়েক বছর আগে তখনকার সময়ের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন গ্যারেথ বেল। ছিলেন ক্লাবটির অপরিহার্য খেলোয়াড়। ২০১৭-১৮ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই ফাইনাল ম্যাচটির সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। আর সেই বেলই এখন রয়েছেন ক্লাবটির বাতিলের তালিকায়। রিয়াল কোচ জিনেদিন জিদান কোনোভাবেই তাকে রাখতে চাচ্ছেন না দলে। গতকাল বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। কোচ ম্যাচটিতে ২২ জন খেলোয়াড়কে অদল বদল করে খেলালেও বেলকে নামাননি। পুরো ম্যাচে তাকে দর্শক হয়ে বসে থাকতে হয়েছে সাইড বেঞ্চে। সবাইকে নামালেও বেলকে কেন নামানো হয়নি এমন প্রশ্নের জবাবে কোচ জিনেদিন জিদান বলেন, তাকে নামানো হয়নি কারণ ক্লাব তাকে অন্য কোথাও বিক্রি করার চিন্তা করছে। আর সে যদি দ্রুতই ক্লাব ছেড়ে চলে যায় তাহলে সেটি তার জন্যও ভালো। আপনার সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে কিনা এমন প্রশ্নে জিদানের উত্তর ছিল, না এটি কোন ব্যক্তিগত ব্যাপার নয়। তাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। একটা সময় আসে যখন সবকিছু আবার নতুন করে সাজানো গোছানো লাগে এবং এটি সবার জন্যই ভালো। আর আমাকে দলের ভালোর জন্যই সিদ্ধান্ত নিতে হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, রিয়াল মাদ্রিদ ক্লাব কাজ করে যাচ্ছে দ্রুত বেলকে অন্য কোথাও পাঠাতে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চীনের একটি ক্লাব বেলকে নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। যেহেতু দলের কোচই চাচ্ছেন না বেল দলে থাকুক সেহেতু যে কোনো সময়ই তার ক্লাব ছাড়ার ঘোষণা আসতে পারে। এদিকে জিনেদিন জিদানের কড়া সমালোচনা করেছেন গ্যারেথ বেলের অ্যাজেন্ট জোনাথন বার্নেট। বেল দলের জন্য অনেক কিছু করলেও জিদান তাকে তার প্রাপ্য মর্যাদাটুকু দেননি বলে অভিযোগ করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App