×

বিনোদন

ফ্লপের খাতায় চলে গেল ‘শেষ থেকে শুরু ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০১:১৬ পিএম

ফ্লপের খাতায় চলে গেল ‘শেষ থেকে শুরু ’
হল বাঁচিয়ে রাখার স্বার্থেই বিদেশি ছবি আমদানি করে মুক্তি দেয়ার পক্ষে কথা বলেছেন হল মালিকরা। সাফটা চুক্তি মেনে ছবি আমদানি করে মুক্তিও দেয়া হচ্ছে। প্রশ্ন উঠেছে, আমদানি করা ছবি কি সিনেমা হলে দর্শক টানতে পারছে? গত ঈদের আগেই দুটি ভারতীয় বাংলা ছবি আমদানি করেছিল বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এর মধ্যে দেব-রুক্মিণী অভিনীত ‘কিডন্যাপ’ ছবিটি মুক্তি পেয়েছিল গত ১২ জুলাই। মোটেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। এরপর ১৯ জুলাই মুক্তি পেয়েছে জিৎ-কোয়েল অভিনীত ‘শেষ থেকে শুরু’ ছবিটি। এ ছবিরও তেমন সাড়া শব্দ নেই। এর আগের বেশ কিছু ভারতীয় হিন্দি ও বাংলা সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা হলে। প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘গত সপ্তাহে মুক্তি পাওয়া দেবের ছবিটি দর্শক দেখতেই আসেনি। এ সপ্তাহে মুক্তি পেয়েছে জিৎ-কোয়েলের সিনেমা। আমার হলেও মুক্তি পেয়েছে ছবিটি। খুব ভালো চলছে না এটাও। দেবের তুলনায় কিছুটা বেশি দর্শক দেখছে জিতের ছবি।’ ইফতেখার উদ্দিন নওশাদ আরো বলেন, ‘সাফটা চুক্তির আওতায় যেসব ছবি বাংলাদেশে নিয়ে আসা হয়, এ ছবিগুলো আগে কলকাতায় মুক্তি পায়। কলকাতা ও বাংলাদেশে একই সঙ্গে যদি মুক্তি দেয়া সম্ভব হতো তাহলে হয়তো বেশি দর্শক পাওয়া যেত। বড় আশা করে ছবি আমদানি করে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকরা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App