×

বিনোদন

থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে আনছে কবি কালিদাসকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ১২:৫৬ পিএম

থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে আনছে কবি কালিদাসকে
নাট্যসংগঠন থিয়েটার ফ্যাক্টরি মঞ্চে নিয়ে আসছে প্রথম প্রযোজনা ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ। অনুবাদে অংশুমান ভৌমিক ও নির্দেশনা দিয়েছেন অলোক বসু। দলীয় সূত্রে জানা যায়, উদ্বোধনকালীন ৩টি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বুধবার ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। প্রথম দুদিন প্রদর্শিত হবে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। তৃতীয় প্রদর্শনী হবে মহিলা সমিতি মঞ্চে। উদ্বোধনী দিনে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানেরও পরিকল্পনা করেছে থিয়েটার ফ্যাক্টরি। আদিকবি কালিদাসকে অবলম্বন করে রচিত হয়েছে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। এ নাটকে কালিদাসের জীবনের এক বিচিত্র পর্ব বিধৃত হয়েছে। একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে তার আবির্ভাবের পাশাপাশি এসেছে প্রেম ও প্রকৃতি। সব মিলিয়ে ক্ষমতা ও সৃজনশীলতার দ্ব›দ্ব থেকে বেরিয়ে কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন, তা অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে আসবে এ নাটকে। ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ অভিনয় করছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, শারমীন মাসরুরা খানম, হাসানুজ্জামান খান, আর কে এম মোহ্সেন, সুমন মণ্ডল বানি, অলোক বসু, মিশাল সমাপ্ত, সুরভী রায়, নবীনূর রহমান জুয়েল, নীল সমুদ্র, গল্প প্রমুখ। আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান। মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির। সংগীত ও পোশাক পরিকল্পনায় আছেন রামিজ রাজু ও মহসিনা আক্তার। কোরিওগ্রাফি আমিনুল আশরাফের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App