×

খেলা

আজ মাঠে নামছেন তামিমরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০১৯, ০৮:২৯ এএম

আজ মাঠে নামছেন তামিমরা
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিতে টাইগাররা এখন লঙ্কায়। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে তামিমরা। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এ ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল কলম্বো পৌঁছায় বাংলাদেশ দলের চার ক্রিকেটার। এই চার ক্রিকেটার হলেন সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা ও এনামুল হক। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় ওয়ানডে খেলে গত সোমবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা। গত রবিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার রুবেল হোসেন। বিশ^কাপে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান হজ পালন করবেন বলে শ্রীলঙ্কা সফরে যাননি। আর বিয়ের কারণে ছুটি নিয়েছেন লিটন দাস। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতি তো ছিলই, তার সঙ্গে যোগ হয় মাশরাফি মুর্তজা আর সাইফউদ্দিনের হঠাৎ ইনজুরি। সব মিলিয়ে মাঝারি মানের দল নিয়ে স্বাগতিকদের মোকাবেলা করবে টাইগাররা। তবে সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, ফরহাদ রেজা ও এনামুল হকের উপস্থিতি তামিম ইকবালের নেতৃত্বাধীন দলকে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে। অনেক দিন পর ওয়ানডে দলে ফেরা তাইজুল ইসলাম তো এরই মধ্যে বলে রেখেছেন, আমাদের ভালো করার আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাসই আমাদের ভালো খেলতে সাহায্য করবে। টাইগারদের বিপক্ষে খেলার জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মালিঙ্গা বাংলাদেশের বিপক্ষে ২৬ জুলাই প্রথম ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে লঙ্কা সফরে নিজেদের দুর্বল ভাবতে নারাজ তামিম-তাইজুলরা। ঘরের মাঠে সিংহলিজদের হারিয়ে সিরিজ জয়ে আশাবাদী টাইগাররা। হাথুরুসিংহের শিষ্যরা দুর্বল তামিম বাহিনীকে হোয়াইটওয়াশ করার হুমকি দিয়েছে। লঙ্কা সফরে টাইগার সিনিয়র-জুনিয়রদের একসঙ্গে জ¦লে উঠতে হবে। তাহলেই ঘরের মাঠে লঙ্কানদের হারের স্বাদ দিতে পারবে টাইগাররা। বিশ^কাপের পরই ওয়ানডে ফরমেটের ক্রিকেট থেকে বিদায় নেবেন লাসিথ মালিঙ্গা এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কদিন ধরে। অবশেষে দুর্দান্ত এই লঙ্কান পেসার জানিয়েছেন ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বিদায় বলবেন ওয়ানডেকে। তবে টি-টোয়েন্টি ফরমেটে ক্রিকেট খেলবেন ৩৬ বছর বয়সী এই পেসার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলেই ওয়ানডে থেকে অবসর নেবেন এই তারকা। তবে টি-টোয়েন্টি খেলে যাবেন। এছাড়া ক্রিকেটকে বিদায় দিয়ে দেশ ছেড়ে পরিবার নিয়ে পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় থাকতে চান এই তারকা পেসার। আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। তাই শ্রীলঙ্কার ম্যানেজমেন্টের পক্ষ থেকে মালিঙ্গাকে অনুরোধ করা হয়েছিল পুরো সিরিজ খেলতে। কিন্তু মালিঙ্গা জানিয়েছেন, প্রথম ম্যাচেই বিদায় বলতে চাচ্ছেন ওয়ানডে থেকে। ওয়ানডে ক্রিকেট থেকে মালিঙ্গা বিদায় নিলে শ্রীলঙ্কার ডেথ বোলিং অপশনে ভয়ানক ?শূন্যতার সৃষ্টির হবে। বেশ কয়েক বছর ধরে ডেথ ওভারে তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যের ওপরই ভরসা করেছে শ্রীলঙ্কা। এমনকি এবারের বিশ^কাপে লঙ্কান বোলিং বিভাগকে চমৎকার নেতৃত্ব দিয়েছেন তিনিই। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় এসেছে কয়েকটি ম্যাচে। এবার বিশ^কাপে ১৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারিও হয়েছেন এই তারকা। এ ছাড়া ক্যারিয়ারে ২১৯ ওয়ানডে খেলে ৩৩৫ উইকেট নিয়েছে মালিঙ্গা। মুত্তিয়া মুরালিধরন আর চামিন্দা ভাসের পর তিনিই শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। একমাত্র বোলার হিসেবে ওয়ানডেতে তার তিনটি হ্যাটট্রিকও আছে। ক্রমাগত হাঁটুর চোটের কারণে ২০১১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে তার বিদায় থেকে ইতিবাচক কিছু খুঁজে নেয়ার চেষ্টায় আছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের প্রধান নির্বাচক আশন্থা ডি মেল মনে করেন, মালিঙ্গা বিদায় নিলে পরবর্তী প্রজন্মের পেসার খোঁজা ও তাদের পরিচর্যার মোক্ষম সুযোগটা পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App