×

জাতীয়

৮ দিনেও দেশে পৌছেনি ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত ফুল মিয়ার লাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ০৩:২৫ পিএম

৮ দিনেও দেশে পৌছেনি ওমানে সড়ক দূর্ঘটনায় নিহত ফুল মিয়ার লাশ
ওমানে সড়ক দূর্ঘটনায় ফুল মিয়া (২৬) নামে এক বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফুল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা গ্রামের শিশু মিয়ার ছেলে। গত ১৫ জুলাই বাসা থেকে কর্মস্থলে যাবার পথে সড়ক দূর্ঘটনায় ফুল মিয়ার মৃত্যু হয়। ৮ দিন ধরে ফুল মিয়ার মরদেহ সেখানে একটি হাসপাতালের হিমাগারে রয়েছে। ৮ দিন অতিবাহিত হলেও তার লাশ দেশে ফেরত আসেনি। নাড়ী ছেড়া সন্তানের মৃত্যু সংবাদে তার পরিবারে শোকের মাতম চলছে। মা – বাবার কান্না থামছে না এখনো। ফুল মিয়া ফুল মিয়া বলে প্রলাপ করে দিন কাটাচ্ছেন মা –বাবা। নাড়ী ছেড়া ধনের নিষ্প্রান মরদেহটি দেশে ফেরত এনে শেষ বারের মত দেখতে ব্যাকুল হয়ে উঠেছে মা বাবা। তবে কি ভাবে লাশ ফেরত আনতে হবে তা জানা নেই তাদের । নিজ খরচে দেশে লাশ ফিরিয়ে আনার আর্থিক সমর্থনও নেই পরিবার টির। তাই স্থানীয় জনপ্রতিনিধির কাছে ধর্না দিয়ে আহাজারি করছে তার বাবা। ২০১১ সালে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে দ্বার দেনা করে হতদরিদ্র পরিবারের সন্তান ওমানে পাড়ি জমান। এরপর থেকেই ছেলের পাঠানো টাকায় ভালই কাটছিল শিশু মিয়ার পরিবারের দিনকাল। হঠাত সড়ক দূর্ঘটনায় ফুল মিয়ার মৃত্যুতে পরিবার টি এখন দিশেহারা। বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, লাশ দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে ওমানের দূতাবাসে আবেদন করব। লাশ ফেরত আনার ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী কাছে সহযোগীতা চাওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App