×

মুক্তচিন্তা

সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে গড়িমসি আর নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ০৭:২৪ পিএম

সরকারি চারটি ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলেও গড়িমসি করছে বেসরকারি ব্যাংকগুলো। একটি বেসরকারি ব্যাংক সুদের হার ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনেনি। বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ কেন গুরুত্ব দিচ্ছে না। দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঋণের সুদ হার কমানোর জন্য সরকার উদ্যোগ নিলেও বাস্তবে তা কার্যকর না হওয়া আর্থিক খাতের জন্য সংকট বলা যায়। সিঙ্গেল ডিজিট বাস্তবায়নে বেসরকারি ব্যাংকের এমডিদের কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ বার্তা দিয়েছে। এর আগে দুই দফা চিঠি দিয়ে সতর্ক করার পরও বেসরকারি খাতের ৪০টি ব্যাংক সিঙ্গেল ডিজিট কার্যকর করেনি। এবার সরাসরি ডেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন বাস্তবায়ন হচ্ছে না, তা জানতে চান গভর্নর। এর পরিপ্রেক্ষিতে শিগগির সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন ব্যাংকের এমডিরা। কর্মসংস্থান ও প্রবৃদ্ধির স্বার্থে এই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন দেখতে চাই আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন। গত বছর ১ জুলাই থেকে সিঙ্গেল ডিজিট তথা ৯ শতাংশে নামিয়ে আনার কথা ছিল, কিন্তু এক বছর সময় পার হলেও বেসরকারি ব্যাংকই আদেশটি মানছে না। জানা যায়, দেশে ৫৭টি ব্যাংকের মধ্যে এখন পর্যন্ত ২৩টি ব্যাংক ঋণের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়েছে। কিন্তু বেসরকারি একটি ব্যাংকও শতভাগ সিঙ্গেল ডিজিট কার্যকর করেনি। এবার বৈঠকে তাদের যে কোনো মূল্যে সিঙ্গেল ডিজিট কার্যকরের নির্দেশ দেন গভর্নর। কারণ এ নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যারা এটি কার্যকর করবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। বৈঠক শেষে ব্যাংকের এমডিদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান বলছেন, সবার লক্ষ্য ব্যাংকে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামানো। তবে শুধু ঘোষণা দিয়ে আমানতে ৬% আর ঋণের সুদ ৯% বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেকগুলো বিষয় আছে। তিনি আশা করছেন এবার দ্রুত বাস্তবায়ন করা যাবে। সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন না করা গেলে কেবল ব্যবসায়ীরাই ব্যাংকবিমুখ হবেন না, উৎপাদন, বিদেশি বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়বে। এখনই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে হবে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয় ব্যাংক তথা সরকারের সামনে। শক্ত হাতে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ জন্য ব্যাংকগুলোর ওপর তদারকি ও নজরদারি বাড়াতে হবে। আমরা মনে করি, সরকার যেহেতু ব্যাংকগুলোকে ভালো সুবিধা দিয়েছে, সিঙ্গেল ডিজিট সুদহার বাস্তবায়নে বিলম্ব কেন? দেশের উন্নয়ন, প্রবৃদ্ধির স্বার্থে এই সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App