×

খেলা

লঙ্কায় সাকিবের পজিশনে কে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ০২:৪৬ পিএম

লঙ্কায় সাকিবের পজিশনে কে?
ক্যারিয়ারে অধিকাংশ সময় ৫ নম্বরে ব্যাটিং করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া দ্বাদশ বিশ্বকাপে ৩ নম্বরে ব্যাটিং করেন তিনি। আর সেটা সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই। ৩ নম্বর পজিশনে ব্যাটিং করে সাকিব পেয়েছেন ঈর্ষণীয় সফলতা। ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের ৮টি ম্যাচে ফার্স্ট ডাউনে ব্যাটিং করে ৬০৬ রান করেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। আসন্ন এই সিরিজে খেলবেন না সাকিব। বিশ্রাম নিয়েছেন তিনি। ফলে শ্রীলঙ্কা সফরে ৩ নম্বর পজিশনে সাকিবের জায়গায় কাকে ব্যাটিং করতে দেখা যাবে, তা নিয়ে টাইগার ভক্তদের মনে জেগেছে কৌত‚হল। আর বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টও পড়েছে চিন্তায়। লিটন দাশ স্কোয়াডে থাকলে হয়তো তাকেই দেখা যেত ৩ নম্বর পজিশনে। তবে বিয়ের কারণে শ্রীলঙ্কা সফরে খেলবেন না তিনি। সে ক্ষেত্রে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমানকেই ৩ নম্বর পজিশনে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আবার এনামুল হক বিজয় কিংবা সৌম্য সরকারের মধ্যে যে কোনো একজনকে সাকিবের জায়গায় ব্যাটিং করতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। তিন নম্বর পজিশন নিয়ে বাংলাদেশ দলের সমস্যাটা দীর্ঘদিনের। টাইগার টিম ম্যানেজমেন্টের সব সময়কার ভাবনার কারণ ৩ নম্বর পজিশন। তবে সেই ভাবনা দূর করেছেন সাকিব। দ্বাদশবিশ্বকাপে ৩ নম্বরে ব্যাটিং করে ৮ ম্যাচের সব কটিতেই রান পেয়েছেন তিনি। এর মধ্যে করেছেন ৫টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি। ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ^কাপে বাংলাদেশ দলের দুর্দান্ত ব্যাটিংয়ের পেছনে সবচেয়ে বড় কারণ ৩ নম্বরে ব্যাট করতে নেমে সাকিবের রান পাওয়া। সাকিব তার ক্যারিয়ারে বেশির ভাগ সময় ব্যাটিং করেছেন ৫ নম্বরে। ১২৫টি ম্যাচে ৫ নম্বর পজিশনে ব্যাটিং করে ৩৮৫২ রান করেছেন তিনি। গড় ৩৫.৩৫। এর মধ্যে সেঞ্চুরি আছে ৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি ম্যাচে ব্যাটিং করেছেন ৪ নম্বর পজিশনে। যেখানে ৪ সেঞ্চুরিতে করেছেন ৯৫৯ রান। গড় ৪১.৭০। পরিসংখ্যান বলছে, সাকিব সবচেয়ে সফল ৩ নম্বর পজিশনেই। ফার্স্ট ডাউনে ২৩ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৫৮.৮৫ গড়ে ১১৭৭ রান করেছেন তিনি। যার মধ্য ৬০৬ রানই এসেছে দ্বাদশ বিশ^কাপে। এবারের বিশ^কাপের পর সাকিব যে ৩ নম্বর পজিশনে বাংলাদেশ দলের অটোচয়েজে পরিণত হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যেতে পারে সাব্বির রহমানকে। একটা সময় ফার্স্ট ডাউনেই ব্যাট করতেন তিনি। ৩ নম্বর পজিশনে ১৬ ম্যাচে ২৩.৫০ গড়ে ৩৭৬ রান করেছেন সাব্বির। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত বাংলাদেশ দলে ওপেনিং করতে পারেন এমন ব্যাটসম্যান আছেন ৩ জন। তারা হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। তামিম ওপেনিংয়ে টাইগারদের অটোচয়েজ। শ্রীলঙ্কার বিপক্ষেও দলের হয়ে ইনিংস ওপেন করবেন তিনি- এতে কোনো সন্দেহ নেই। এ ছাড়া তামিম ক্যারিয়ারে কখনোই ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেননি। তামিমের মতো ক্যারিয়ারে কখনোই ৩ নম্বর পজিশনে ব্যাট করেননি এনামুল হকও। সে ক্ষেত্রে সৌম্য সরকারকে দেখা যেতে পারে ফার্স্ট ডাউনে। সৌম্য ১২টি ম্যাচে ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেছেন। যেখানে ১ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৪৪৩ রান করেছেন তিনি। গড় ৩৬.৯২। মজার ব্যাপার হলো- ওপেনিংয়ের চেয়ে ৩ নম্বর পজিশনেই সৌম্যর ব্যাটিং গড় বেশি। দলের হয়ে ৩৫টি ম্যাচে ইনিংস ওপেন করে ১ সেঞ্চুরি ও ৮ হাফসেঞ্চুরিতে ১১২৯ রান করেছেন মারকুটে এই ব্যাটসম্যান। গড় ৩৫.২৮। তামিম ও এনামুল আগে কখনো ৩ নম্বর পজিশনে ব্যাটিং করেননি। সে হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে সাব্বির কিংবা সৌম্যর মধ্যে যে কোনো একজনকেই ফার্স্ট ডাউনে ব্যাটিং করতে দেখা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App