×

অর্থনীতি

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ০২:০৬ পিএম

ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু
এক বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। দেশের উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় এবং খোলা বাজারে দাম বেড়ে যাওয়ায় দীর্ঘ ১ বছর পর শুরু হলো ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। বন্দরের আড়ৎদাররা জানান, চলতি মৌসুমে বন্যার কারণে কাঁচা মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় কমে গেছে সরবরাহ। চাহিদা তৈরি হওয়ায় তাই আমদানি করা হচ্ছে ভারতীয় মরিচ। এসব কাঁচামরিচ আমদানি হচ্ছে ভারতের বিহার রাজ্য থেকে এবং সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বন্দরের হিসেব অনুযায়ী, সপ্তাহের প্রথম দিন ৫ ভারতীয় ট্রাকে ৩৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। প্রতি কেজিতে শুল্ক দিতে হয়েছে ২১ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App