×

জাতীয়

নারায়ণগঞ্জের শিশু আলিফ হত্যায় একজনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০১৯, ০৪:৩৫ পিএম

নারায়ণগঞ্জের শিশু আলিফ হত্যায় একজনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের চার বছরের শিশু শিহাব উদ্দিন আলিফ হত্যার অপরাধে মামলার একমাত্র আসামি অহিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট বাড়ির সামনে খেলা করছিলো আলিফ। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও এলাকাবাসী আশপাশের বাড়িঘর ও পাড়া-মহল্লায় খোঁজাখুঁজি করলেও আলিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির নিচতলার ভাড়াটের তালাবদ্ধ রুম থেকে এলাকাবাসী বস্তাবন্দি অবস্থায় আলিফের মরদেহ উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App