×

জাতীয়

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১২:৪৫ পিএম

সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু
সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট আহ্বানের তিন দিন পর রবিবার সকালে তা প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত মালিক ও শ্রমিক নেতারা। বাস ধর্মঘট প্রত্যাহার হলেও বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকার দিকে সিরাজগঞ্জের বাস চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান,রবিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় এমপি প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, প্রশাসন ও পরিবহন নেতাদের নিয়ে বসেন। তিনি ও জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের আশ্বাস দেন। মূলত তাদের আশ্বাস এবং চলমান বন্যায় জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আমরা প্রত্যাহার করেছি। তিনি বলেন, 'ধর্মঘট প্রত্যাহার হলেও প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসন বিষয়টির মীমাংসা করতে ব্যর্থ হলে আমরা আবারও আন্দোলন শুরু করবো। পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর জেলার অভ্যন্তরীণ রুটসহ কুষ্টিয়া, খুলনা ও যশোহরসহ উত্তরের বিভিন্ন জেলায় বাস ও ট্রাক চলাচল শুরু হয়। তবে বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকার দিকে দূরপাল্লার বাস চলাচল সকাল ১১টা পর্যন্ত শুরু হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App