×

অর্থনীতি

পুঁজিবাজারের পতন অনুসন্ধানে তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ০৮:৫৬ পিএম

পুঁজিবাজারে অব্যাহত পতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (২১ জুলাই) সন্ধ্যায় এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

সাইফুর রহমান বলেন, বিএসইসির পরিচালক রেজাউল করিমকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে কমিশনে। তিনি আরো বলেন, পুঁজিবাজারে অব্যাহত পতনের কারণসহ অস্বাভাবিক কোনো লেনদেন হচ্ছে কিনা কমিটি তা খতিয়ে দেখবে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিএসইসির উপ-পরিচালক মো. অহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও মো. রাকিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App