×

খেলা

তিন ফরম্যাটেই নেতৃত্বে কোহলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ০৩:০৪ পিএম

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই একটা গুঞ্জন ছিল কোহলির বদলে সীমিত ওভারে রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেয়া হবে। কিন্তু সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। আজ ক্যারিবিয়ানে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে তারা। বিসিসিআইয়ের এক মুখপাত্র বলেন, অনেকদিন যাবৎ এই ইস্যুতে অনেক আলোচনা হচ্ছে। রবিবারই আমরা সেসব আলোচনায় লাগাম টেনে দিচ্ছি। জাসপ্রিত বুমরাহ, ভ‚বনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি সহ শীর্ষ অনেক ক্রিকেটারকেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দিতে পারে বিসিসিআই। ইনজুরির কারণে শিখর ধাওয়ান ও পৃথ্বীশও সফরের জন্য বিবেচিত হবেন না। ওদিকে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফররত ভারতীয় ‘এ’ দলে থাকা নবদ্বীপ সাইনি, খলিল আহমেদ, ক্রুনাল পান্ডিয়া, মানিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলরা এই সুযোগে জাতীয় দলে স্থান পেতে পারেন। ৩ আগস্ট টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ক্যারিবিয়ান সফর শুরু করতে যাচ্ছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে এবং দু’টি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজ শুরু ৮ আগস্ট গায়ানায়। দু’ম্যাচের টেস্ট সিরিজ ২২ আগস্ট অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App