×

শিক্ষা

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১১:৪৮ এএম

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আজ
আনন্দঘন পরিবেশে আজ রবিবার চট্টগ্রামে প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টায় চট্টগ্রামের টাইগারপাসে নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে রাষ্ট্রপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে থাকছেন, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ও ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এবারের কনভোকেশনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন ১১১২ জন গ্র্যাজুয়েট। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজন বিদ্যোৎসাহীর প্রচেষ্টায় আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা প্রদানের লক্ষ্য, উদ্দেশ্য ও অঙ্গীকার নিয়ে ২০০২ সালের জানুয়ারি মাসে প্রিমিয়ার ইউনিভার্সিটি শিক্ষা কার্যক্রম শুরু করে। সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০১৯-২০ সালের প্রস্তাবিত ৫৩ কোটি ৬ লাখ টাকার বাজেটে দেখা গেছে, গবেষণার জন্য ১ কোটি টাকা ও ছাত্রছাত্রীদের বৃত্তি বাবদ ২ কোটি ১০ লাখ বরাদ্দ রাখা হয়েছে, যা অনেক সময় আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও কম গুরুত্ব দেয়া হয়। মেধাবৃত্তি ছাড়াও দরিদ্র অথচ মেধাবী এবং মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটায় প্রতি বছর যথেষ্ট সুবিধা দিয়ে থাকে এ বিশ্ববিদ্যালয়। নগরীর দামপাড়ায় ৫শ আসন বিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়ামের কথা উল্লেখ করে উপাচার্য ড. অনুপম সেন বলেন, ‘সাধারণত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষেও প্রতি বছর সমাবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। তবে আমরা চেষ্টা করছি যথাসময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করার এবং একটি পর্যায়ে তা নিজেদের অডিটোরিয়ামে সম্পন্ন করার। উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন ভোরের কাগজের এ প্রতিবেদককে বলেছেন, ‘এখানকার আইন বিভাগ থেকে পাস করা অন্তত ২৬ জন সাবেক শিক্ষার্থী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। শুধু তাই নয়, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) একজন ছাত্র ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) মতো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে ফেলো হিসেবে কাজ করছেন। একজন শিক্ষার্থী খ্যাতনামা প্রতিষ্ঠান মাইক্রোসফটে প্রোগ্রামার, একজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইলিয়নস স্টেট বিশ্ববিদ্যালয়ে, আরেকজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এ ছাড়া বিভিন্ন বিভাগ থেকে উত্তীর্ণ সাবেক শিক্ষার্থীরা দেশে ও বিদেশে বিভিন্ন বিশ^বিদ্যালয়সহ নানা খ্যাতনামা প্রতিষ্ঠানে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App