×

জাতীয়

রাজশাহীতে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ০৫:৫৮ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মীম খাতুন (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার নিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মীম একই উপজেলার বাড়ইপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে চারঘাট উপজেলা জাইগিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় মীম। পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই অটোরিকশার চালক আব্দুল আওয়ালকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এ ঘটনায় পরিবারের সদস্যরা মামলা করতে না রাজি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মীমের মরদেহ তাদের কাছে দেওয়া হয়। এ ঘটনায় আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত চালকের বিরুদ্ধে মামলা না করলে আইনগত প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান ওসি নজরুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App