×

বিনোদন

প্রথম আয় নিজের পিছনেই খরচ করেছিলাম-রাশেদ মামুন অপু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ০৪:০০ পিএম

প্রথম আয় নিজের পিছনেই খরচ করেছিলাম-রাশেদ মামুন অপু
প্রথম রোজগার সব তারকার কাছেই আবেগতাড়িত একটি ব্যাপার। এই বিভাগে তারকারা জানাচ্ছেন তাদের প্রথম আয় নিয়ে অনুভূতির কথা
অ্যাড ফার্মে চাকরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেছি। সেখান থেকে এলএলএম শেষ করে একটি অ্যাড ফার্মে চাকরি নিই। চাকরি জীবন শুরু করি কপি রাইটার হিসেবে। মিডিয়ার প্রতি আগ্রহ থেকেই মূলত অ্যাড ফার্মে জয়েন করেছিলাম। প্রতি মাসে দশ-বারো হাজার টাকা করে পেতাম। প্রথম মাসের বেতনে কেনাকাটা প্রথমে সবার জন্য কেনাকাটা করব ভেবেছিলাম কিন্তু পরে আর তা সম্ভব হয়নি। নিজের মাসিক খরচের পেছনেই সব টাকা শেষ হয়ে গিয়েছিল। নিজের আয়ের সম্পূর্ণ টাকা নিজের পিছনেই খরচ করে ফেলেছিলাম। বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থাপনা আমি বড় হয়েছি সাংস্কৃতিক পরিমণ্ডলে। বাবা কবি ছিলেন, মা ও বোন তারা দুজনও গান গাইতেন। দেখা গেছে, বাবার চাকরি সূত্রে যখন যে জেলাতেই গিয়েছি সেখানকার সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে একটা সম্পর্ক বা যোগাযোগ তৈরি হয়েছে। বাবার জন্যই তা হতো। জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতাম, উপস্থাপনা করতাম। এখনো মনে পড়ে খুব ছোটবেলায় বিজয় দিবসের এক অনুষ্ঠান আমি একাই উপস্থাপনা করেছিলাম। এ ছাড়া মাঝে মাঝে কবিতা আবৃত্তি করতাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App