×

বিনোদন

চরিত্র নিয়ে খুব একটা ভাবি না-দিলারা জামান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯, ০৪:৩৯ পিএম

চরিত্র নিয়ে খুব একটা ভাবি না-দিলারা জামান
বরেণ্য অভিনেত্রী দিলারা জামান এখন ব্যস্ত আছেন ঈদের নাটকের শুটিং নিয়ে। ইতোমধ্যে বেশ কিছু নাটকের শুটিং সম্পন্ন করেছেন। আরো নতুন কিছু নাটকে অভিনয় করবেন তিনি। আসছে ঈদে ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে। দেশের টেলিভিশন মিডিয়ার সাম্প্রতিক অবস্থা এবং তার অভিনয় জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন এই গুণী অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন হাসান আলী
ঈদের নাটকে অভিনয় এরই মধ্যে কয়েকটি নাটকে অভিনয় করেছি। আজকেও একটি নাটকের শুটিং সেটেই আছি। হাসান ফেরদৌসের ‘বালিশ বিলাস’। এই নাটকে আবুল হায়াত, সুমাইয়া শিমুসহ আরো কয়েকজন অভিনয় করছেন। এ ছাড়া আরো কয়েকটা নাটকে অভিনয় করেছি। সামনেও কয়েকটা নাটকে কাজের ব্যাপারে কথা হচ্ছে। হানিফ সংকেতের সঙ্গে একটা কাজের করার ব্যাপারে কথা হয়েছে। ভালো কাজে প্রশান্তি পাওয়া যায় অভিনয় তো আমার পেশা। এখন আর চরিত্র নিয়ে খুব একটা ভাবি না। কাজ করতে হবে বলে কাজ করে যায়। তার মধ্যে যখন কিছুু নাটকে ভালো গল্প পায়, তখন চরিত্রটাতে অভিনয় করে ভালো লাগে। তখন কাজটা করে আনন্দ পাওয়া যায়। আমার এই কাজের মধ্যে তো প্রাণেরও ব্যাপার আছে। চরিত্রটা ভালো লাগলে কাজটা করে প্রাণ পাওয়া যায়। একটা মানসিক যে প্রশান্তি, সেটা পাওয়া যায়। যদি ভালো একটা গল্পে, ভালো একটা চরিত্রে অভিনয় করা যায়, তখন নিজের কাছেও ভালো লাগে। নইলে কাজ করে চলে আসলাম, কিন্তু নিজেও তেমন কাজটা করে আনন্দ পেলাম না। আমাদের প্রতিভাবান শিল্পী আছে এখন যারা অভিনয় করছে তারা অনেকেই বেশ ভালো অভিনয় করছে। এক সময় তো মঞ্চ থেকে অভিনয় শিখেই মিডিয়ায় অভিনয় করতে আসতো। এখন সেটা কমে গেছে। আবার কেউ কেউ এখনো মঞ্চে অভিনয় শিখে মিডিয়ায় কাজ করছে। অনেকেরই নাম বলা যাবে, যারা ভালো কাজ করছে। তাই আলাদা করে নাম বলছি না। শুধু বলবো, এই সময়ে বেশ প্রতিভাবান শিল্পী আছে। তাদের নিয়ে অনেক ভালো কাজ করা সম্ভব। টিভি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এই বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাই না। এটা তো সবাই দেখছে, এখন আমরা কোন অবস্থায় আছি। সাম্প্রতিক সময়ের নাটকগুলো দেখলেই তো বোঝা যায় আমরা কোন অবস্থায় আছি। তাই আলাদাভাবে আমি কোনো মন্তব্য করতে চাই না। সিনেমায় অভিনয় আমি অভিনেত্রী হিসেবে সব মাধ্যমেই অভিনয় করতে চাই। সিনেমায় তো আগেও অভিনয় করছি। সামনেও যদি সুযোগ হয় তবে অভিনয় করবো। সিনেমা তো অনেক বড় আয়োজনের ব্যাপার। অভিনয়ের জন্য অনেক প্রস্তুতিরও ব্যাপার থাকে। একনজরে দিলারা জামান দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তী সময় ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভ‚ষিত হন। ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App