×

খেলা

সাকিবের না থাকা ভাবাচ্ছে সুজনকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ০৩:৩৩ পিএম

সাকিবের না থাকা ভাবাচ্ছে সুজনকে
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকলে একাদশ সাজানো বেশ সহজ হয়ে যায় টাইগার টিম ম্যানেজমেন্টের জন্য এ কথা কারো কাছেই অজানা নয়। কারণ সাকিব ব্যাট হাতে যেমন দুর্দান্ত, তেমনি বোলিংয়েও। তাকে অনায়াসেই একজন পুরদস্তুর ব্যাটসম্যান কিংবা বোলার হিসেবে অ্যাখ্যা দেয়া যায়। চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজে খেলবেন না বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব। তাকে বিশ্রামে রেখেই শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তবে সাকিবের না থাকাটা বেশ ভাবাচ্ছে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনকে। তার অনুপস্থিতি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটাবে বলে মনে করেন টাইগারদের অন্তর্বর্তীকালীন কোচ। খালেদ মাহমুদ সুজনের ভাষায়, সাকিবের জায়গা অপূরণীয়। সাকিব তো সাকিবই। সে বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার। তার না থাকাটা স্বাভাবিকভাবেই আমাদের দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটাবে। শ্রীলঙ্কা সফরে সাকিবের জায়গায় স্পিনার তাইজুল ইসলামকে দলে নিয়েছে বাংলাদেশ। টেস্টে নিয়মিত খেললেও ওয়ানডেতে অনিয়মিত তাইজুল। এখন পর্যন্ত মাত্র ৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এই স্পিনার। তবে সুযোগ পেলে তাইজুল তার সামর্থ্যরে প্রমাণ দেবেন বলে বিশ্বাস করেন সুজন। তার মতে, তাইজুল ওয়ানডে খেলার সুযোগ পায় না। বিসিবি একাদশের হয়ে ভারতের মিনি রঞ্চি ট্রফিতে খেলছে সে। সেখানে সে দুর্দান্ত পারফর্ম করেছে। আমার বিশ্বাস এই ছন্দটা সে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতেও কাজে লাগাবে। সাকিবকে যে সব সময় পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। বিভিন্ন কারণে সে দলে নাও থাকতে পারে। তার জায়গায় যেই আসবে তাকে দায়িত্ব নিতে হবে। মনে রাখতে হবে এটা তার জন্য অনেক বড় সুযোগ। দ্বাদশ বিশ্বকাপের সবকটি ম্যাচেই তিন নম্বরে ব্যাটিং করেছেন সাকিব। প্রতিটি ম্যাচেই হেসেছে তার ব্যাট। ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৭ হাফসেঞ্চুরিতে করেছেন ৬০৬ রান। এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে সুজন বলেন, দলে থাকলে সাকিব তিন নম্বরে ব্যাটিং করত। এখন সে নেই। তিন নম্বর পজিশনে অন্য কেউ ব্যাট করবে। আর যে ব্যাট করবে তার জন্য এটা বড় সুযোগ। এ জন্য তাকে দায়িত্বটা নিতে হবে এবং প্রমাণ করতে হবে নিজেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App