×

খেলা

বাংলাদেশই ফেভারিট মোসাদ্দেকের দৃষ্টিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ০৩:২০ পিএম

বাংলাদেশই ফেভারিট মোসাদ্দেকের দৃষ্টিতে
ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপ ভালো কাটেনি বাংলাদেশ দলের। প্রত্যাশা অনুযায়ী, পারফর্ম করতে পারেননি মাশরাফি-তামিমরা। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকেই দ্বাদশ বিশ্বকাপ যাত্রা সমাপ্ত করতে হয়েছে টাইগারদের। সেখানে শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে। চলতি মাসের শেষ সপ্তাহে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া আসন্ন এই সিরিজে নিজেদেরই ফেভারিট মানছেন বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লঙ্কানদের মাটিতে হতে যাওয়া আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কোন দলকে এগিয়ে রাখবেন এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেন, সব দিক দিয়ে চিন্তা করলে এই সিরিজে আমরাই ফেভারিট থাকব। আশা করছি, দারুণ একটা সিরিজ হবে। পয়েন্ট টেবিলে বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকে দ্বাদশ বিশ্বকাপ মিশন শেষ করলেও সাম্প্রতিক পারফরমেন্স এবং অতীত পরিসংখ্যানের বিচারে টাইগারদের চেয়ে পিছিয়ে আছে লঙ্কানরা। এর প্রমাণ র‌্যাঙ্কিংয়ে অবস্থান। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান এখন ৮ নম্বরে, আর সপ্তম স্থানে আছে বাংলাদেশ। বিশ্বকাপে শ্রীলঙ্কার দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। যার একটিতে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান এবং অন্যটিতে টাইগাররা। পরিত্যক্ত হওয়া এই দুটি ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়াতেই মূলত বাংলাদেশের উপরে থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ^কাপ মিশন শেষ করতে পেরেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে এ জন্য নয়, আসন্ন ওয়ানডে সিরিজে মোসাদ্দেক বাংলাদেশকে এগিয়ে রাখছেন অন্য দুটি কারণে। এই ব্যাটিং অলরাউন্ডারের ভাষায়, প্রথমত ব্যাটিং-বোলিং দুটি বিভাগেই আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি। আর দ্বিতীয়ত অভিজ্ঞতায়ও এগিয়ে আছি আমরা। এটা বেশ ইতিবাচক দিক। সত্যি বলতে ওয়ানডেতে আমরা এখন অভিজ্ঞতায় বিশ্বর যে কোনো দলের চেয়ে এগিয়ে আছি। তবে বাংলাদেশকে এগিয়ে রাখলেও শ্রীলঙ্কা যে খুব একটা পিছিয়ে নেই সেটাও স্বীকার করেছেন তরুণ এই টাইগার অলরাউন্ডার। এ বিষয়ে মোসাদ্দেকের অভিমত, বিশ্বকাপের আগে থেকেই আমাদের ব্যাটসম্যানরা ভালো ছন্দে আছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া পুরো বিশ্বকাপজুড়েই দারুণ ব্যাটিং করেছি আমরা। তবে এখনকার ক্রিকেটে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। শ্রীলঙ্কাও খুব ভালো দল। ঘরের মাঠে সিরিজ হওয়ায় তারাও ভালো অবস্থানে আছে। উল্লেখ্য, বর্তমানে ২৩ বছর বয়সী মোসাদ্দেক বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৩৩টি ওয়ানডে খেলে ২ হাফসেঞ্চুরিতে ৫২৪ রান করেছেন। আর বল হাতে পেয়েছেন ১৪ উইকেট। দ্বাদশ বিশ্বকাপে ৭ ম্যাচে ৬ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১১৭ রান। পাশাপাশি উইকেট নিয়েছেন ৩টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App