×

খেলা

দুই ভাগে লঙ্কা যাবে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৯, ০৩:০৫ পিএম

দুই ভাগে লঙ্কা যাবে টাইগাররা
পাওয়া না পাওয়ার দ্বাদশ বিশ্বকাপের কথা ভুলে এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময় টাইগারদের। বাংলাদেশ দলের পরবর্তী মিশন শ্রীলঙ্কা সফর। চলতি মাসের শেষ সপ্তাহে লঙ্কানদের বিপক্ষে তাদেরই মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন মাশরাফি-মুশফিকরা। সিরিজের ম্যাচগুলো হবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই। সবগুলো ম্যাচের ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। আসন্ন এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন এই দলটিতে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বতর্মানে ‘এ’ দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত আছেন। এ কারণে পুরো দলের একসঙ্গে শ্রীলঙ্কায় যাওয়া সম্ভব হচ্ছে না। টাইগাররা শ্রীলঙ্কায় যাবে দুটি দলে ভাগ হয়ে। দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। এখন তিনি ‘এ’ দলের হয়ে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলায় ব্যস্ত। শুধু এনামুল এক নন, আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চলমান এই সিরিজে বাংলাদেশের হয়ে খেলছেন জাতীয় দলের জার্সিতে দ্বাদশ বিশ্বকাপে খেলা তিন ক্রিকেটার। তারা হলেন সাব্বির রহমান, রুবেল হোসেন ও মোহাম্মদ মিঠুন। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলবেন তারা। যেখানে প্রথম ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ। আর পরের ম্যাচটি হবে আগামী রবিবার। এদিকে ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামীকাল শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। কিন্তু পরদিন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ থাকার কারণে শনিবার দলের সঙ্গে একই বিমানে করে শ্রীলঙ্কায় যেতে পারবেন না সাব্বির, রুবেল, এনামুল ও মিঠুন। এই চার ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন ২২ জুলাই। এনামুল দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন। এ ছাড়া গত কয়েক মাসে লিগ কিংবা অন্য কোথাও কোনো ম্যাচ খেলেননি ডানহাতি এই ওপেনার। অন্যদিকে সাব্বির, মিঠুন ও রুবেল দ্বাদশ বিশ^কাপের স্কোয়াডে থাকলেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। মূলত এ কারণেই তাদের আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ বিষয়ে জাতীয় দলের নির্বাচক এবং ‘এ’ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন বলেন, মূলত ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি কাটাতেই এই চার ক্রিকেটারকে ‘এ’ দলের হয়ে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে গত বুধবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App