×

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবর্তন চুক্তির বাস্তবায়ন চায় চীন: রাষ্ট্রদূত জ্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০৯:৫১ পিএম

রোহিঙ্গা প্রত্যাবর্তন চুক্তির বাস্তবায়ন চায় চীন: রাষ্ট্রদূত জ্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত/ ছবি: বাসস

চীন রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার চুক্তির বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ঝ্যাং জ্যু।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত একথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ ও চীনের মধ্যে যে চুক্তি সই হয়েছে আমরা তার বাস্তবায়ন চাই।

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হলে, এমনকী ছোট্ট সংখ্যায় হলেও শুরু হয়, তবে এটা সবার জন্য মঙ্গলজনক হবে।

মেয়াদকালে সফলভাবে দায়িত্ব পালনের জন্য চায়নিজ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি চীন সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি ছিল খুবই ভালো এবং সফল সফর। তিনি বলেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ চায়নিজ নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। দায়িত্ব পালনকালে সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান চীনা রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন চীনের রাষ্ট্রদূত জ্যাং জ্যু।

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে বলে আশা করেন রাষ্ট্রদূত।

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App