×

জাতীয়

চলে গেলেন ভাষা সৈনিক গোলাম মোস্তফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৯, ০৪:৪৮ পিএম

চলে গেলেন ভাষা সৈনিক গোলাম মোস্তফা
চলে গেলেন ভাষা সৈনিক গোলাম মোস্তফা আখন্দ রতন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক গোলাম মোস্তফার মরদেহ রাখা হয় চাঁন্দেরচর শহীদ মিনারে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁন্দেরচর মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বুধবার বেলা ১১টায় বার্ধক্যজনিত কারণে তিনি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চররামরায়েরকান্দি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্নালিল­াহী...রাজিউন) করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর। গোলাম মোস্তফা বাংলাভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন। ১৯৪৮ সালে মায়ের ভাষা বাংলাকে গ্রাস করার অপচেষ্টার শুরু থেকেই প্রতিবাদমুখর হয়ে ওঠে মাদারীপুর-এর শিবচরের ছাত্র সমাজ। আন্দোলন গড়ে তোলার সাথে সাথে ঢেউ ছড়িয়ে পড়ে ফরিদপুর, শরীয়তপুর ও বরিশালে। ১৯৫২-র রক্তঝরা ঢাকার রাজপথের সেই মিছিলেও অংশ নেন শিবচরের শিক্ষার্থীরা। ভাষা আন্দোলনের অন্যদের নেতৃত্বে ছিলেন ভাষা সৈনিক গোলাম মোস্তফা আখন্দ রতন। ভাষা আন্দোলনে অংশ নেওয়ার জন্য মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক‘শ ছাত্রের তালিকা করেন তিনি। বরিশাল বিএম কলেজের ছাত্র গোলাম মোস্তফা আখন্দ রতন আহবায়ক নির্বাচিত হন। ১৯৫২ সালের ২০ ফেব্রয়ারী তাঁর নেতৃত্বে মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল ও শিবচরের ২৫০ শতাধিক আন্দোলনে অংশ নিতে ঢাকায় যান। ২১ ফেব্রয়ারী বেলা ৩টার দিকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতেই কার্জন হল ও মেডিকেল কলেজ এলাকায় পুুলিশের মুহুর্মুহু গুলি শুরু হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া ছাত্ররা মাটিতে শুয়ে জীবন রক্ষা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App