×

খেলা

সাকিবের রাজত্ব অক্ষুণ্ণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ০৩:৪৮ পিএম

দ্বাদশ বিশ্বকাপ শুরুর আগেই সুসংবাদ পান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন তিনি। নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপ মিশন শুরু করা সাকিব পুরো টুর্নামেন্টজুড়েই ছিলেন দুর্দান্ত। সে ফলও তিনি পেয়েছেন সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে। সহজ করে বলা যায়, বিশ^কাপের শুরুতে ও শেষে টাইগার অলরাউন্ডার শীর্ষস্থান ধরে রেখেছেন। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪০৬ রেটিং নিয়ে সাকিব শীর্ষে আছেন। দুইয়ে থাকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস অর্জন করেছেন ক্যারিয়ার সেরা পয়েন্ট-৩১৯। টিম র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো পরিবর্তন নেই। সাত নম্বরেই আছে টাইগাররা। অলরাউন্ডার ক্যাটাগরিতে ৩ নম্বরে আফগানিস্তানের মোহাম্মদ নবি। পাকিস্তানের ইমাদ ওয়াসিম ৪ আর পঞ্চম স্থানে আফগান অলরাউন্ডার রশিদ খান। বিগত ১০ বছর ধরে আইসিসি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে বেশির ভাগ সময় শীর্ষে ছিলেন সাকিব। বাঁ-হাতি এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তার পারফরমেন্স বরাবরই উজ্জ্বল। তবে দ্বাদশ বিশ^কাপে ব্যাটে-বলে অসাধারণ পারফরমেন্স করে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবারের বিশ্বকাপ ছিল সাবিকের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এবার বাংলাদেশের জেতা সবকটি ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠেছে বাঁ-হাতি এই অলরাউন্ডারের হাতে। এতেই বুঝা যায় সাকিব বিশ্বকাপে কতটা ঈর্ষণীয় পারফরমেন্স করেছেন। ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বোলিংয়ে ১১ উইকেট শিকার করা সাকিব দ্বাদশ বিশ্বকাপ দিয়ে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। গোটা বিশ্ব নতুনভাবে চিনেছে তাকে, বুঝতে পেরেছে তার শ্রেষ্ঠত্ব, প্রমাণ পেয়েছে তার সামর্থ্যরে। সব মিলিয়ে বিশ্বকাপে তার রয়েছে এক হাজারের বেশি রান। আর উইকেট ৩৪টি। দ্বাদশ বিশ্বকাপে ছয়শর বেশি রান ও দশের অধিক উইকেট পেয়েছেন সাকিব। বিশ্বকাপে এমন কীর্তি আর কারো নেই। অতীতের ১১টি বিশ^কাপে কোনো অলরাউন্ডারই এক আসরে ৬০০ বেশি রান ও দশের অধিক উইকেট নেয়ার কীর্তি গড়তে পারেননি। আফগানিস্তানের বিপক্ষে সাকিব ৫১ রানের ইনিংস খেলেন। আর বল হাতে নেন ৫ উইকেট। বিশ্বকাপের এক ম্যাচে অর্ধশতক হাঁকানোর পাশাপাশি ৫ উইকেট নেয়ার কীর্তি আছে কেবল দুজন ক্রিকেটারের। সাকিবের নাম আছে আরেকটি কীর্তির পাশেও। দ্বাদশ বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটির তালিকায় দ্বিতীয় স্থানে আছে সাকিব-লিটনের নাম। উইন্ডিজের বিপক্ষে ১৮৯ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তারা। ব্যাটসম্যান বিভাগের শীর্ষে ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৮৮৬ রেটিং পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে তার স্বদেশি বিশ্বকাপের ৫ সেঞ্চুরিয়ান রোহিত শর্মা। কোহলির চেয়ে ৫ পয়েন্ট কম তার। এ ছাড়া বাবর আজম ৩, ফাফ ডু প্লেসিস ৪ ও রস টেলর ৫ নম্বরে। বিশ^কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্যাটিংয়ের ষষ্ঠ স্থানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। জাসপ্রিত বুমরাহ বোলিং বিভাগের শীর্ষে। ৮০৯ পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে থাকা কিউই ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের পয়েন্ট ৭৪০। ওয়ানডে দলগত র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে, ভারত ১২২, নিউজিল্যান্ড ১১২, অস্ট্রেলিয়া ১১১, দক্ষিণ আফ্রিকা ১১০, পাকিস্তান ৯৭, বাংলাদেশ ৯০, শ্রীলঙ্কা ৭৯, ওয়েস্ট ইন্ডিজ ৭৭ এবং আফগানিস্তান ৫৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় থেকে দশম স্থানে রয়েছে। অন্যদিকে বিশ^কাপ সেরা একাদশ প্রকাশ করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার। তার একাদশে জায়গা পেয়েছেন পাঁচ জন ভারতীয় ক্রিকেটার। তবে এই পাঁচজনের মধ্যে নেই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। তার বদলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। তার একাদশে চমক বলা যায় রবীন্দ্র জাদেজাকে। এই বিশ্বকাপে জাদেজা মাত্র দুটি ম্যাচ খেলেছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দলের হাল ধরেছিলেন তিনি। করেছিলেন ৭৫ রান। সেই ম্যাচটির জন্যই তিনি টেন্ডুলকারের একাদশে জায়গা পেয়েছেন। অন্য ভারতীয়রা হলো এবারে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া ও পেসার জাসপ্রিত বুমরাহ। শচিন তার একাদশে অধিনায়ক হিসেবে রেখেছেন কেন উইলিয়ামসনকে। কেন উইলিয়ামসন যোগ্য ব্যক্তি হিসেবেই তার একাদশের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন। ধরতে গেলে তার একক প্রচেষ্টাতেই ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। শচিনের দলে সেরা অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে ৮ ইনিংস থেকে ৬০৬ রান ও ১১ উইকেট নেয়া সাকিবের সেরা একাদশে থাকাটা স্বাভাবিকই ছিল। এক বিশ^কাপে ৬০০ রান ও ১১ উইকেট নেয়ার কীর্তি একমাত্র সাকিবের দখলেই রয়েছে। ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো বেন স্টোকস রয়েছেন আরেক অলরাউন্ডার হিসেবে। বোলার হিসেবে তার একাদশে রয়েছেনবিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি মিচেল স্টার্ক ও বিশ্বকাপজয়ী পেসার জোফরা আরচার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App