×

অর্থনীতি

শেয়ারবাজর: ডিএসই-৩০ সূচকে নতুন ৫ কোম্পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ০৬:০৯ পিএম

শেয়ারবাজর: ডিএসই-৩০ সূচকে নতুন ৫ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের পর ডিএসই-৩০ সূচকে নতুন পাঁচটি কোম্পানি অন্তর্ভুক্ত হয়েছে। একই সঙ্গে পাঁচটি কোম্পানিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএসই-৩০ সূচকে অন্তর্ভুক্ত হওয়া নতুন কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, মেঘনা পেট্রোলিয়াম, একটিভ ফাইন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। তালিকা থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো-পূবালী ব্যাংক, পদ্মা অয়েল, বিএসআরএম স্টিলস, আরএকে সিরামিক ও এসিআই লিমিটেড।

ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসই-৩০ সূচক সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই পাঁচ কোম্পানি সূচকে অন্তর্ভুক্ত হয়েছে। আগামী ২১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App