×

খেলা

কোচ খুঁজছে বাংলাদেশ-ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ০৩:৩০ পিএম

কোচ খুঁজছে বাংলাদেশ-ভারত
সদ্য সমাপ্ত দ্বাদশ বিশ^কাপে প্রত্যাশা অনুযায়ী কাক্সিক্ষত ফল না হওয়াতে পরিবর্তন আসছে উপমহাদেশের দলগুলোর প্রধান কোচের পদে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিসিবির মতো ভারতের ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এ ছাড়াও পাকিস্তানের হেড কোচ মিকি আর্থার দেশটির ক্রিকেটকে ধ্বংস করেছে মন্তব্য করেছেন সাবেক লেগ স্পিনার আবদুল কাদির। আর লঙ্কান ক্রীড়ামন্ত্রী হেরিন ফার্নান্দো হাথুরুসিংকে বরখাস্তের ব্যাপারে তো প্রকাশ্যে কথাই বলেছেন। টাইগার কোচ স্টিভ রোডসের উত্তরসূরি খোঁজার লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন কোনো কোচকেই নিয়োগ দিতে চাচ্ছে বোর্ড। তবে এই উপমহাদেশের কোনো কোচ হতে হবে এমন বাধ্যবাদকতা নেই। এমন কাউকে খুঁজছে বিসিবি, যার উপমহাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কিংবা উপমহাদেশের দল সম্পর্কে ভালো ধারণা রয়েছে। তবে বাংলাদেশ ছেড়ে যাওয়া লঙ্কান সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুর জন্য কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। নতুন কোচ খোঁজার ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, বিশ^কাপ শেষে অধিকাংশ কোচেরই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। সুতরাং আমরা যদি এখন কোনো কোচকে প্রস্তাব দিই তাহলে তাকে পাওয়ার ভালো সুযোগ থাকছে। পাশাপাশি একাধিক বিকল্প থাকায় স্পিন ও পেস বোলিং কোচের বাছাই প্রক্রিয়াও চলছে। বিশ^কাপে ফেভারিট হিসেবে শিরোপা জয়ের আশায় এবারও ব্যর্থ ভারত। নিউজিল্যান্ডের কাছে হারের পরপরই ভারতের কোচিং স্টাফ থেকে পদত্যাগ করেন দুই ট্রেনার শঙ্কর বসু ও প্যাট্রিক ফারহার্ট। তাদের জায়গা পূরণ করতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। সঙ্গে নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে তারা। ফলে পদ হারাতে যাচ্ছেন হেড কোচ রবি শাস্ত্রী। সাপোর্ট স্টাফ ছাড়াও টিমের ম্যানেজার পদের জন্যও আবেদন জমা নেয়া হবে। ওদিকে মিকি আর্থারের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চুক্তি শেষ। তবে গুঞ্জন রয়েছে আরো এক বছরের জন্য আর্থারের সঙ্গে চুক্তি করবে পিসিবি। এর আগে আর্থারকে নিয়ে সমালোচনায় মুখর দেশটির সাবেক লেগ স্পিনার আবদুল কাদির। পাকিস্তান সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কাদির বলেন, পাকিস্তান দলের প্রতিভাবান ক্রিকেটারদের বসিয়ে রেখেছে আর্থার। তাদের সবাই অভিজ্ঞ এবং তারা ফর্মেও ছিল। তাদের মতো ক্রিকেটারদের দলে রাখলে পাকিস্তান আরো ভালো করত। প্রশ্ন উঠেছে, সরফরাজের অধিনায়কত্ব নিয়েও। তবে সাবেক এই ক্রিকেটার সরফরাজকে অধিনায়কত্ব থেকে সরানোর পক্ষে নন। তিনি বলেন, কোচিং স্টাফদের সরানো উচিত, সরফরাজকে নয়। সে একজন যোদ্ধা তা সরফরাজ আগেও প্রমাণ করেছে। তার পারফরমেন্স দেখে তাকে সরিয়ে দেয়ার পক্ষে নই আমি। সরফরাজ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে। এ ছাড়া লঙ্কান কোচ হাথুরুকে বাদ দেয়ার প্রক্রিয়াও চলছে। লঙ্কান ক্রীড়ামন্ত্রী তাকে বরখাস্তের ব্যাপারে শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যমকে বলেন, যদি হেড কোচ পদত্যাগ করতে না চায় তাহলে আমরা তাকে জোর করতে পারব না। তবে আমরা তার চেয়ে ভালো কাউকে নিয়োগ দিতে চাই। ওদিকে বিশ^কাপ টুর্নামেন্টের শেষের দিকে আফগান কোচ ফিল সিমন্সও কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App