×

জাতীয়

বরিশালে সড়ক দূর্ঘটনায় আহত ট্রাফিক সার্জেন্ট মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৯, ০৪:৩৪ পিএম

বরিশালে সড়ক দূর্ঘটনায় আহত ট্রাফিক সার্জেন্ট মারা গেছেন
দায়িত্ব পালনকালে ট্রা‌কের ধাক্কায় আহত পু‌লি‌শের ট্রা‌ফিক সা‌র্জে‌ন্ট গোলাম কিবরিয়া চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। সার্জেন্ট কিবরিয়া দীর্ঘদিন ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত। তার বাড়ি পটুয়াখালী জেলায়। গতকাল মঙ্গলবার বেলা বারটার দিকে ঢাকা মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মেডিক্যাল ফাঁড়ি পুলিশের এএসআই আব্দুল খাঁন। গত সোমবার দুপুরে বরিশাল-কুয়াকাটা সড়কের ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের সাম‌নে সা‌র্জে‌ন্ট গোলাম কিবরিয়া দায়িত্ব পালন অবস্থায় যমুনা গ্রুপের এক‌টি কাভার্ট ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে তা অমান্য ক‌রে কাভার্ট ভ্যান‌টি চ‌লে যায়। এরপর সা‌র্জেন্ট গোলাম কিব‌রিয়া গা‌ড়ি‌টি‌কে ধাওয়া করে ধরার চেষ্টা ক‌রলে বেপরোয়াগতির ট্রাকটি তাকে ধাক্কা দি‌য়ে চ‌লে যায়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে শেবা‌চিম হাসপাতা‌লে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা বারটার দিকে তিনি মৃত্যুবরন করেন। চালকের বিরুদ্ধে মামলা : দায়িত্বরত অবস্থায় বিএমপি ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে চাঁপা দেওয়ার ঘটনায় আটক কাভার্ডভ্যানের চালক জলিল মিয়ার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় ট্রাফিক বিভাগের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বন্দর থানার ওসি গোলাম মোস্তফা হায়দার জানান, সার্জেন্ট গোলাম কিবরিয়াকে চাপা দেওয়া চালক মো. জলিল মিয়ার বিরুদ্ধে বেপরোয়া গতিতে যান চালানো, সিগন্যাল অমান্য, সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তির (মোটরসাইকেল) ক্ষতিসাধন, হত্যার উদ্দেশ্যে আক্রমণসহ সাতটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App