×

খেলা

২২ গজের সাহসী নেতা কেন উইলিয়ামসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ১২:৩৯ এএম

২২ গজের সাহসী নেতা কেন উইলিয়ামসন
দ্বাদশ বিশ্বকাপে যে নিউজিল্যান্ড ফাইনালে খেলবে সেটা কজনই বা ভেবেছিল! তবে কেউ ভাবুক কিংবা না ভাবুক বিশ্বসেরার মঞ্চে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নেয় কিউইরা। আর সেটা সম্ভব হয়েছে কেন উইলিয়ামসন নামক এক যোদ্ধার কারণে। তিনি সর্বদাই খেলেন দলের জন্য। উইকেট কিংবা কন্ডিশন যত কঠিনই হোক না কেন তিনি ঠিকই তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। এরপরও আলোচনায় খুব একটা উঠে আসেন না ঠান্ডা মাথার এই চুপচাপ ক্রিকেটার। তার নেতৃত্বেই দ্বাদশ বিশ্বকাপে খেলেছে নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, উইলিয়ামসনকে কি গণমাধ্যমের সামনে কথা বলার সময় নাভার্স থাকেন। নয়তো তিনি কথা বলতে বলতে হঠাৎ করে থেমে যান কেন? এই প্রশ্নের উত্তরে ম্যাককালাম বলেছিলেন, ব্যাপারটা আসলে নার্ভাসনেস নয়। সে বুঝতে পারে না যে তাকে কেন এতকিছু জিজ্ঞেস করা হচ্ছে। এসব নিয়ে ভাবার চেয়ে মাঠে কীভাবে ভালো খেলা যায় সে বিষয়ে চিন্তা করতেই তিনি বেশি পছন্দ করেন। প্রকৃতপক্ষেই উইলিয়ামসন এমনই। তাকে বলা যায় ঠাণ্ডা মাথার খুনি! মাঠে চুপচাপ দাঁড়িয়ে তিনি প্রতিপক্ষ বধের ছক কষেন। কেন উইলিয়ামসনের জন্ম নিউজিল্যান্ডের তাওরাঙা নামক শহরে। এক জমজ ভাইসহ আরো তিন বোন আছে তার। তাদের কারোরই ক্রিকেটে খুব একটা আগ্রহ নেই। কিন্তু পরিবারের অন্য সদস্যদের আগ্রহ তা থাকলেও উইলিয়ামসন ক্রিকেট খেলতে ভালোবাসতেন ছোটবেলা থেকেই। তবে ক্রিকেটের পাশাপাশি রাগবি খেলতেও পছন্দ করতেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পেশা হিসেবে ক্রিকেটকেই বেছে নেন বাদামি দাড়ির এই মানুষটা। আর ক্রিকেটার হিসেবে তিনি কতটা সফল সেটা তো ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়। তার অসাধারণ ব্যাটিং এবং অধিনায়কত্বের কারণেই তো দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে উঠে আসে কিউইরা। এবারের আসরে ১০ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৫৭৮ রান করেছেন উইলিয়ামসন। এক বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানসংগ্রহকারী অধিনায়কের তালিকায় এখন শীর্ষে আছেন তিনি। এ ক্ষেত্রে উইলিয়ামসন পেছনে ফেলেছেন মাহেলা জয়াবর্ধনকে। ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে ১১ ম্যাচে ৫৪৮ রান করেছিলেন তিনি। ২০১০ সালে ওয়ানডে অভিষেক হওয়া উইলিয়ামসন জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১৪৯টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ৬১৩২ রান। এর মধ্যে আছে ১৩টি সেঞ্চুরি ও ৩৯টি হাফসেঞ্চুরি। উইলিয়ামসনের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ এটি। বর্তমানে ২৮ বছর বয়সী এই কিউই ক্রিকেটারের বাবার নাম ব্রেট উইলিয়ামসন। আর মায়ের নাম সান্দ্রা উইলিয়ামসন। কিউই দলপতি কেন উইলিয়ামসন এখনো বিয়েবন্ধনে জড়াননি। তবে চলতি বছরের শুরুর দিকে নিজ দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন দ্বাদশ বিশ্বকাপ শেষেই দীর্ঘদিনের প্রেমিকা সারাহ রাহিমের সঙ্গে বিয়েবন্ধনে জড়াবেন তিনি। সারাহ পেশায় একজন নার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App