×

অর্থনীতি

বিলিয়ন ডলারের স্বপ্ন দেখাচ্ছে কৃষিপণ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০২:১৭ পিএম

বিলিয়ন ডলারের স্বপ্ন দেখাচ্ছে কৃষিপণ্য
দেশে বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে আসা রপ্তানিপণ্য ২০১৭-১৮ অর্থবছর শেষেও ছিল তিনটি। সদ্যসমাপ্ত অর্থবছর শেষে এ তালিকা থেকে ছিটকে পড়েছে পাট। তবে বিলিয়ন ডলার আয় হবে এমন স্বপ্ন দেখাতে শুরু করেছে কৃষিপণ্য। রপ্তানি পরিসংখ্যানে এ প্রবণতা যেমন স্পষ্ট হয়েছে, তেমনি বড় রপ্তানিপণ্য হিসেবে কৃষির প্রতি মনোযোগী হতে শুরু করেছে সরকারও। ২০১৭-১৮ অর্থবছর শেষে পোশাক, চামড়া ও পাটপণ্য রপ্তানি হয় যথাক্রমে ৩ হাজার, ১০৮ ও ১০২ কোটি ডলার। সমাপ্ত অর্থবছর শেষে এ পণ্যগুলোর রপ্তানি যথাক্রমে পোশাক থেকে ৩ হাজার ৪০০, চামড়া থেকে ১০১ ও পাট থেকে এসেছে ৮১ কোটি ডলার। পরিসংখ্যান বিশ্লেষণে আরো দেখা যায়, পাট থেকে না এলেও বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে কৃষি ও হোম টেক্সটাইল। গত অর্থবছরে হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে ৮৫ কোটি ডলারের। আর কৃষিপণ্য রপ্তানি হয়েছে ৯০ কোটি ৮৯ লাখ ডলারের। ২০১৭-১৮ অর্থবছর শেষে কৃষিপণ্য রপ্তানি হয় ৬৭ কোটি ডলারের। এ হিসাবে এক বছরের ব্যবধানে কৃষিপণ্য রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৩৪ শতাংশেরও বেশি। প্রবৃদ্ধির এ প্রবণতাই আগামীতে বিলিয়ন ডলারেরও বেশি কৃষিপণ্য রপ্তানির আশা জোগাচ্ছে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) খসড়া হিসাব থেকেও বিলিয়ন ডলারের নতুন পণ্য হিসেবে কৃষির গুরুত্ব প্রতিফলিত হচ্ছে। সম্প্রতি চলতি ২০১৯-২০ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রার খসড়া প্রস্তাবনা তৈরি করেছে ইপিবি। সেখানে দেখা যায়, বিলিয়ন ডলারের বেশি রপ্তানি হবে এমন পণ্যের মধ্যে আছে যথাক্রমে পোশাক, চামড়া ও কৃষি। এ তিন পণ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে ৩ হাজার ৭০০, ১০৬ ও ১০১ কোটি ডলার। আর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যথাক্রমে ৭ দশমিক ৩, ২ দশমিক ৭১ ও ৭ দশমিক ৫১ শতাংশ। এ ছাড়া ৯১ কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি প্রক্ষেপণ করছে ইপিবি। অন্যদিকে চলতি অর্থবছর শেষে ৮৫ কোটি ডলারের পাটপণ্য রপ্তানি হতে পারে বলে মনে করছে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম বলেন, সমাপ্ত অর্থবছরে আমাদের রপ্তানি খাতের প্রবৃদ্ধি ভালো। কিন্তু তাতে আমরা সন্তুষ্ট হয়ে বসে নেই। এ খাতকে বৈচিত্র্যময় করতে এবং এ খাতের সক্ষমতা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। চামড়া, হালকা প্রকৌশল পণ্যসহ অন্যতম সম্ভাবনাময় হিসেবে গুরুত্ব পাচ্ছে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য। জানা গেছে, বিশ্বের ১২০টিরও বেশি দেশে হারমোনাইজড সিস্টেম (এইচএস) কোড অনুযায়ী বাংলাদেশের ২০টি কৃষিপণ্য রপ্তানি হচ্ছে। এসব পণ্যের মধ্যে আছে দুগ্ধজাত, ডিম, মধু, ফুল, ভোজ্য তেল, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, গাজর, ফল, বাদাম, চা, সিরিয়েল, চাল, জ্যাম, জেলি, সস, স্যুপ, নুডলস। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি হচ্ছে মূলত সাতটি পণ্য। চা, সবজি, তামাক, ফুল, ফল, মসলা ও কৃষিজাত শুকনা খাদ্য বা ড্রাই ফুডই উল্লেখযোগ্য কৃষিপণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় ড্রাই ফুড। সিরিয়েল, ময়দা ও দুগ্ধজাত ড্রাই ফুডই বেশি রপ্তানি হয় বাংলাদেশ থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App