×

তথ্যপ্রযুক্তি

নতুন স্কুটার আনল টিভিএস

Icon

কাগজ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০৩:৫৩ পিএম

নতুন স্কুটার আনল টিভিএস
জনপ্রিয় স্কুটার এনটর্ক ১২৫ এলো নতুন রঙে। নতুন রঙ ও আকর্ষণীয় ডিজাইনে স্কুটারটি উপস্থাপন করা হয়েছে। এতে রয়েছে একগুচ্ছ নতুন ফিচার। এন টর্ক স্কুটারটিতে রয়েছে ১২৪.৭৯ সিসির সিভিটআই-রেভ ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৯.৩ বিএইচপি শক্তি এবং ১০.৫ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। স্কুটারটি ঘণ্টায় সর্বোচ্চ ৯৫ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। ম্যাট সিলিভার রঙে পাওয়া যাবে স্কুটারটি। ২০১৮-১৯ সালের অন্যতম জনপ্রিয় স্কুটার এনটর্ক। ইতিমধ্যে ভারতে ৯টি পুরস্কার জিতেছে এই স্কুটার। শুধুমাত্র ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে পাওয়া যাবে এন টর্ক ১২৫। দিল্লিতে ড্রাম ব্রেক ভেরিয়েন্টে এই স্কুটারের দাম শুরু হচ্ছে ৫৮ হাজার ৫৫২ রুপি থেকে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম লঞ্চ হয়েছিল টিভিএস এনটর্ক ১২৫। এটা ভারতের প্রথম কানেক্টেড স্কুটার। এই স্কুটারে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সঙ্গে রয়েছে ব্লু টুথ কানেক্টিভিটি। এই স্কুটারে রয়েছে ‘টি’ এর মতো দেখতে টেল ল্যাম্প। ১২ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ডে টাইম রানিং লাইট রয়েছে স্কুটারে। একাধিক রাইডিং মোডে এই স্কুটার চালানো যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App