×

জাতীয়

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ১১:৩৭ এএম

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় জানাজা সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে এরশাদের মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়ার পর সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা ও রংপুরে আরও দুই দফায় জানাজা শেষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে সেনা কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে এরশাদের মরদেহ নেওয়া হয়েছে জাতীয় পার্টির কাকরাইলের কার্যালয়ে। এদিন বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এরশাদের তৃতীয় জানাজা হবে। মঙ্গলবার এরশাদকে শেষবারের মতো নেওয়া হবে তার জন্মস্থান রংপুরে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় মরদেহ ফিরিয়ে আনা হবে। পরে মঙ্গলবারই তাকে বনানীতে সেনা কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, সিএমএইচে ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার সকাল পৌনে ৮টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App