×

জাতীয়

খুনিদের আড়াল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ১২:০৮ এএম

খুনিদের আড়াল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র
বরগুনায় সন্ত্রাসীদের চাপাতি ও রামদার আঘাতে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি বলেছেন, ‘বরগুনায় যারা বন্ড ০০৭ গ্রুপ সৃষ্টি করেছেন, তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী। তারা রিফাত হত্যার বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আমার শ্বশুরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। আমার স্বামীর খুনিদের আড়াল করতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। গতকাল রবিবার দুপুরে বরগুনা পৌর শহরের নয়াকাটা মাইঠা এলাকায় তার বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিফাত হত্যা মামলার ১ নম্বর সাক্ষী ও নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিন্নি বলেন, শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমার শ্বশুর আবদুল হালিম দুলাল শরীফ আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার আমি তীব্র প্রতিবাদ জানাই। গত ২৬ জুন আমার স্বামী রিফাত শরীফকে হত্যার ভিডিও প্রকাশ পেলে আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রের মুখে প্রতিবাদ করেছি। সেই ভিডিও দেখে সারা দেশের মানুষ আমার প্রশংসা করেছে। পরে আমার শ্বশুর নয়ন বন্ডসহ মোট ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার ১ নং সাক্ষী আমি। বর্তমানে আমার শ্বশুর অসুস্থ এবং তার একমাত্র সন্তানকে হারিয়ে আরো অসুস্থ হয়ে পড়েছেন। যখন যা বলেন তার কোনো কিছুই পরে মনে থাকে না। মিন্নি তার বক্তব্যে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা বিচারকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। নয়ন বন্ডকে যারা সৃষ্টি করেছেন তারা খুবই ক্ষমতাবান ও অর্থশালী, তাই তারা বিচারের আওতা থেকে দূরে থাকার জন্য আমার শ্বশুরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে রিফাত হত্যার বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মনগড়া ও বানোয়াট। তিনি বলেন, আমার শ্বশুরের করা সংবাদ সম্মেলনের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ২৬ জুন আমার চোখের সামনে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়। আমি সন্ত্রাসীদের বারবার প্রতিহত করার চেষ্টা করেও আমার স্বামীকে বাঁচাতে পারিনি। সবার কাছে সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে আসেনি। এরপর হত্যা মামলায় আমাকে কোথাও অভিযুক্ত না করে ১ নম্বর সাক্ষী বানানো হয়। এখন হঠাৎ আমাকে জড়িয়ে মামলাটি ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। বরগুনায় মানববন্ধন : এদিকে গতকাল বেলা ১১ টায় প্রেসক্লাব চত্বরে রিফাত হত্যার নেপথ্যে জড়িত থাকার অভিযোগ করে বরগুনার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ, তার বড় ভাই বড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ শরীফ, জেলা আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মারুফ মৃধা প্রমুখ। মানববন্ধনে বক্তারা রিফাত হত্যার একটি সিসি ক্যামেরার ভিডিও দেখে নেপথ্যে মিন্নির জড়িত থাকার অভিযোগ তুলে তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App