×

তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে অবমাননাকর কমেন্ট ঠেকাবে এআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ০৩:৩৪ পিএম

ইনস্টাগ্রামে অবমাননাকর কমেন্ট ঠেকাবে এআই
সাইবার বুলিং ঠেকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করছে ইনস্টাগ্রাম। শুধু ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের জন্যও সাইবার বুলিং একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাইবার বুলিং ঠেকাতে ব্যবহারকারীদের কাছে এআই সম্বলিত ফিচার পাঠাতে শুরু করেছে ইনস্টাগ্রাম। অনেকেই এমন সব মন্তব্য করেন যা আসলে অবমাননাকর। তাই কোনো কমেন্ট পোস্ট করার আগে ফিচারটি ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠিয়ে জানতে চাইবে কমেন্টটিকে তিনি অবমাননাকর হিসেবে বিবেচনা করছেন কিনা। এতে করে কমেন্টটি পোস্ট করার আগে তা নিয়ে পুনর্বিবেচনা করার বা কমেন্ট এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রাথমিক পর্যায় ফিচারটি নিয়ে পরীক্ষা চালানোর সময় দেখা গেছে, ব্যবহারকারীরা পুনর্বিবেচনা সুযোগ পেয়ে তুলনামূলকভাবে আক্রমণাত্মক বা অবমাননাকর কমেন্ট পোস্ট করছেন। অনেক ব্যবহারকারীই পরিচিত মানুষের দ্বারা সাইবার বুলিংয়ের শিকার হন। ফলে তারা অবমাননাকর কমেন্টকারীকে ব্লক ও আনফলো করেন না। ওই মানুষটির সঙ্গে পরে সামনা সামনি দেখা হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এ কারণেই রেস্ট্রিক্ট নামের নতুন ফিচার চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। একবার কেউ রেস্ট্রিকটেড হলে, তার কমেন্ট শুধু পোস্টদাতাই দেখতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App