×

জাতীয়

মিন্নিকে আইনের আওতায় আনার দাবি শ্বশুরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ১২:৪৮ এএম

মিন্নিকে আইনের আওতায় আনার দাবি শ্বশুরের
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় পুত্রবধূ মিন্নিকে আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাতের পিতা আবদুল হালিম দুলাল শরীফ। গতকাল শনিবার রাত ৮টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডে মিন্নি জড়িত থাকার ১০টি যুক্তি তুলে ধরে লিখিত বক্তব্য দেন তিনি। যদিও মিন্নি এ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী। দুলাল শরীফ তার বক্তব্যে উল্লেখ করেন, গত ২৫ জুন সকাল ৯টায় প্রধান আসামি নয়ন বন্ডের বাড়িতে যায় রিফাতের স্ত্রী মিন্নি। রিফাতকে ছাড়া মিন্নি প্রতিদিন কলেজে গেলেও পর দিন (২৬ জুন) তাকে ডেকে নিয়ে যায় মিন্নি। ঘটনার আগে রিফাত মিন্নিকে মোটরসাইকেলে করে কলেজ থেকে নিয়ে আসার জন্য গেলে মিন্নি মোটরসাইকেল পর্যন্ত এসে সন্ত্রাসীদের উপস্থিত না দেখে কালক্ষেপণের জন্য পুনরায় কলেজের দিকে ফিরে যায়। ভিডিও ফুটেছে আসামিরা রিফাত শরীফকে মারপিট করার সময় মিন্নি অত্যন্ত সাবলীল ভঙ্গিতে পেছন পেছন হাঁটছিল। যা একজন স্ত্রীর পক্ষে সম্ভব নয় বলে মনে করেন দুলাল শরীফ। এ ছাড়াও রিফাত শরীফকে কোপানোর সময় মিন্নি আসামিকে জাপটে ধরেছে কিন্তু আসামিদের কেউই মিন্নির ওপর চড়াও হয়নি। রক্তাক্ত অবস্থায় রিফাত রিকশাযোগে হাসপাতালে যাওয়ার সময় মিন্নি তার ব্যাগ ও স্যান্ডেল গোছানোর কাজে ব্যস্ত ছিল। এ সময় আসামিদের একজন রাস্তা থেকে ব্যাগ তুলে মিন্নির হাতে দেয়। এমনকি রিফাত শরীফকে বরিশাল মেডিকেলে নেয়ার সময়ও মিন্নি তার সঙ্গে যায়নি। সম্প্রতি একটি সিসি ফুটেজ দেখে নিহত রিফাত শরীফের পিতা আবদুল হালিম দুলাল শরীফ মিন্নিকে ঘটনার নেপথ্যের কারিগর হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে আইনের আওতায় আনার দাবি জানান। এমনকি এসব ঘটনা সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া সত্ত্বেও পুলিশ কেন এখনো মিন্নিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করছেন না, এমনও প্রশ্ন তোলেন তিনি। মিন্নির বিষয় পুলিশের কাছে ইতোপূর্বে কোনো অভিযোগ করছেন কিনা? এমন প্রশ্নে দুলাল শরীফ জানান, এখনো পর্যন্ত তা করেননি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রিফাতের বড় চাচা বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আজিজ শরীফ, মেজ চাচা আবদুল ছালাম শরীফ প্রমুখ। ফের রিমান্ডে আরিয়ান : এদিকে রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত আরিয়ান শ্রাবণের দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ রিমান্ড মঞ্জুর করেন। রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গত সোমবার রাতে আরিয়ান শ্রাবণকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন বিকেলে আদালতে হাজির করলে প্রথম দফায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, শনিবার দ্বিতীয় দফায় আরিয়ান শ্রাবণকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত আরিয়ান শ্রাবণের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, গত ২৬ জুন বরগুনা কলেজের সামনে রাস্তায় প্রকাশ্যে রিফাত শরীফকে তার স্ত্রীর আয়শা সিদ্দিকা মিন্নির উপস্থিতে কুপিয়ে হত্যা করে আসামিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App