×

বিনোদন

নতুন টার্নিং পয়েন্ট ‘ধাকাড়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ০৪:০০ পিএম

নতুন টার্নিং পয়েন্ট ‘ধাকাড়’
বলিউডের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাওয়াতের নাম যেমন জ¦লজ¦লে তার সুনিপুণ অভিনয়ে আবার সোজাসাপ্টা কথার বলার বদৌলতেও। নানা বিতর্কের সঙ্গেও প্রায়ই শিরোনামে আসেন তিনি। বলিউডের জনপ্রিয় নায়িকা কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘ধাকাড়’ এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে সম্প্রতি। ফার্স্ট লুকে তাকে দেখেই চমকে গেছেন অনেকেই। কারণ এর আগে এমন লুকে দেখা যায়নি এই নায়িকাকে। এখানে দেখা যাচ্ছে, দুই হাতে অস্ত্র তুলে নিয়েছেন কঙ্গনা, সামনে ধ্বংসস্তূপের মধ্যে আগুন আর আকাশ মিলেমিশে একাকার। ক্যারিয়ারে বিভিন্ন সময়ে অনেক রকম চরিত্রেই দেখা গিয়েছে কঙ্গনাকে। এবার নারীকেন্দ্রিক গল্পের ছবি ‘ধাকাড়’ দিয়ে চমক দেখাতে আসছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন রাজনিশ ঘাই। প্রযোজনা করছে সোহেল মাকলাই প্রোডাকশনস, অ্যাসাইলাম ফিল্মস এবং কিউকি ডিজিটাল মিডিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘মণিকর্ণিকার অভাবনীয় সাফল্যের পর এটা স্পষ্ট যে দর্শক নারীকেন্দ্রিক গল্পের ছবি ছবি দেখতে পছন্দ করছেন। ধাকাড় শুধুমাত্র আমার ক্যারিয়ারের নয়, ভারতীয় চলচ্চিত্রের জন্যেও টার্নিং পয়েন্ট হতে চলেছে। এই ছবি যদি হিট করে যায় তাহলে ভারতীয় চলচ্চিত্রে মেয়েদের আর পেছন ফিরে দেখতে হবে না। ছবিটির বেশির ভাগ শুটিং হবে ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২০ সালের দিওয়ালিতে। এদিকে কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবিটি মুক্তি পাবে ২৬ জুলাই। এর আগেই সাংবাদিকের ওপর চড়াও হয়ে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। এক সংবাদ সম্মেলনে পুরনো রাগের জের ধরে তর্ক শুরু করেন কঙ্গনা। তার ‘মণিকর্ণিকা’র নেতিবাচক রিভিউ করেছেন বলে এই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। সাংবাদিকের সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপকামিং সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র একটি গান প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে তার সঙ্গে ছিলেন রাজকুমার রাও ও ফিল্মের অন্য কুশীলবরা। সেখানেই মঞ্চ থেকে এক সাংবাদিকের উদ্দেশে বলিউডের কুইন বলেন, আপনি আমার ফিল্ম ‘মণিকর্ণিকা’র ওপর আঘাত করেছিলেন। আমি কি একটি ছবি তৈরি করে ভুল করেছি? জাতীয়তাবাদের ওপর ছবি করার জন্য আমাকে আগ্রাসী দেশপ্রেমিক বলে দুষেছেন। সাংবাদিক এই অভিযোগ অস্বীকার করে বলেন, কঙ্গনা তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। তাতে ফের তোপ দেগে কঙ্গনা বলেন, তিনি এমন কিছুই করছেন না। ওই সাংবাদিকের সঙ্গে কঙ্গনার ঝামেলা শুরু ‘মণিকর্ণিকা’র সংবাদ সম্মেলন থেকে। উরি হামলার পর পাকিস্তানে একটি ইভেন্টের আয়োজন করায় কঙ্গনা যেখানে শাবানা আজমির বিরুদ্ধে তোপ দেগেছিলেন, সেখানে কেন তিনি পাকিস্তানে ‘মণিকর্ণিকা’ মুক্তি দিয়েছিলেন এই প্রশ্ন করেছিলেন ওই সাংবাদিক। কঙ্গনা কী জবাব দিয়েছিলেন, তা টুইটে জানিয়েছিলেন সাংবাদিক। সে থেকেই শুরু দ্ব›দ্ব। তবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করায় তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। আর তিনি যদি ক্ষমা না চান তাহলে তাকে বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট গিল্ড। শুধু কঙ্গনা নয়, প্রযোজক একতা কাপুরকেও সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে একটি চিঠি লিখে তারা জানান, কঙ্গনা এবং একতা যদি সাংবাদিক জাস্টিন রাওয়ের কাছে ক্ষমা না চান তাহলে তাকে বয়কট করা হবে। সেইসঙ্গে তার কোনো সংবাদ সম্মেলনেও তারা অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App