×

বিনোদন

গল্পনির্ভর ছবির সফলতার উদাহরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৯, ০৪:০৪ পিএম

গল্পনির্ভর ছবির সফলতার উদাহরণ
একটা সময় ছিল যখন বলিউডে শুধু ‘খান’দের রাজত্ব ছিল। অন্য তারকাদের ছবির গল্প যতই ভালো হোক, সেই ছবি বক্স অফিসে পাত্তাই পেত না। কিন্তু এখন সময় বদলেছে। গল্প ভালো না হলে বলিউডে এখন ছবি হিট হয় না, যত বড় তারকাই থাকুক না কেন সেই ছবিতে। গল্পনির্ভর ছবির সফলতার তেমনই আরো একটি উদাহরণ হলো ‘আর্টিকেল ১৫’। বলিউডে অভিষেকের শুরু থেকেই নিজেকে ব্যতিক্রমী বলে প্রতিপন্ন করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান। গত ২৮ জুন মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আর্টিকেল ১৫’ ছবিটি। এই ছবিতে তার অভিনয় প্রশংসা পেয়েছে। ছবির গল্পে মুগ্ধ হয়েছে দর্শক। বক্স অফিসেও দাপট দেখাচ্ছে ছবিটি। মাত্র ২৮ কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তির দশদিনে প্রায় ৫০ কোটি রুপি আয় করে ফেলেছে। যার ভেতর শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় দিনেই এর আয় ছিল যথাক্রমে ৫ ও ৭ কোটি। বক্স অফিসে শহীদ কাপুরের ছবি ‘কবীর সিং’ ভালো ব্যবসা করছে। তবুও দর্শক কমেনি ‘আর্টিকেল ১৫’ এর। ভারতীয় সমাজ ব্যবস্থায় বর্ণবৈষম্যের প্রেক্ষাপটে নির্মিত ‘আর্টিকেল ১৫’ ছবিটি মুক্তি পেয়েছে ভারতের দেড় হাজার প্রেক্ষাগৃহে। অনুভব সিনহা পরিচালিত ‘আর্টিকেল ১৫’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। সিনেমাতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আয়ুষ্মানকে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ইশা তালওয়ার, মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, সায়নি গুপ্ত ও মোহাম্মদ জিসান আয়ুবকে। উত্তর প্রদেশের সামাজিক প্রথার কুসংস্কারের কথা উঠে এসেছে এই সিনেমায়। আর তাই, সিনেমার টিজার বা ট্রেলার মুক্তির পরেই উত্তর প্রদেশের ব্রাহ্মণ সমাজ অভিযোগ করে যে ব্রাহ্মণ সমাজকে অপমান করার চেষ্টা চালানো হয়েছে ছবিতে। এমনকি উত্তরপ্রদেশে ছবি মুক্তি পাবে বলে জানিয়ে দেয় তারা। কিন্তু শত বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পায় এবং সফলতা লাভ করে। ‘আর্টিকেল ১৫’ এর আগে অনুভব সিনহা নির্মাণ করেছিলেন ‘মুলক’। সেই ছবিতেও তিনি বেশ সাহসী এবং বলিষ্ঠভাবে দেখিয়েছেন ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ মানুষের পশ্চাৎপদ মনোভাবকে। একটি মুসলিম পরিবারের গল্প নিয়ে তৈরি সেই ছবিটিও প্রশংসা পেয়েছিল সমালোচকদের কাছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App