×

জাতীয়

রাঙামাটিতে পাহাড় ধসে দুই পথচারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ০২:৩০ পিএম

রাঙামাটিতে পাহাড় ধসে দুই পথচারী নিহত
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগড়পাড়ার রাঙামাটি-রাচস্থলী-বান্দরবান সড়কের পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে রাঙামাটি-রাচস্থলী-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নিহতরা হলেন- আতুল বড়ুয়া (৫২) ও সুইলাউ মারমা(৪৫)। আতুল বড়ুয়ার বাড়ি পাশ্ববর্তী রাউজান উপজেলায় ও সুইলাউ মারমার বাড়ি উপজেলার কারিগড় পাড়ায়। স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগড়পাড়ার সড়কের পাশে সিএনজির জন্য অপেক্ষা করছিলেন আতুল বড়ুয়া ও সুইলাউ মারমা। কিছুক্ষণ পর একটি সিএনজি আসলে তারা থামার সংকেত দেন। এ সময় হঠাৎই সড়কের পাশের পাহাড় ধসে মাটিচাপা পড়েন তারা। তবে সিএনজি চালক দ্রুত সরে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে স্থানীয় ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল জানান, লাশ দু’টি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App