×

পুরনো খবর

দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ১২:৪৭ পিএম

দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে আওয়ামী লীগ
যে কোনো মূল্যে দলে শৃঙ্খলা ফেরাতে চায় টানা তিন মেয়াদে থাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে নৌকার বিরোধিতাকারী নিজ দলের পদধারী নেতাদের প্রথমে শোকজ এবং পরে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সঙ্গে নৌকার বিরোধিতাকারী দলীয় এমপিদের ভবিষ্যতে নৌকার মনোনয়ন না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামীতেও দলের সিদ্ধান্ত অমান্য ও নৌকার বিরোধিতারীদের কঠিন খেসারত দিতে হবে। দলের শৃঙ্খলা ফিরিয়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনমত গঠনের প্রতিও গুরুত্ব দেবে দলটি। এ জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী সংসদের বৈঠকে এসব আলোচনা ও সিদ্ধান্ত হয়। বৈঠকে তৃণমূলে দলের শৃঙ্খলা ফেরানোর ওপরই গুরুত্ব দেন সিনিয়র নেতারা। বৈঠকে শোকাবহ আগস্টে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের কৌশল নির্ধারণ নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া অক্টোবরে যথাসময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ও মুজিব বর্ষ উদযাপনের কৌশল নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঞ্চালনায় গতকালের বৈঠকে বক্তব্য রাখেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, হোসেইন মনসুর, মোহাম্মদ জমির, ড. ইনাম আহমেদ চৌধুরী, আ ফ ম রুহুল হক, সভাপতিমÐলীর সদস্য মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রমুখ। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান ভোরের কাগজকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে পদে থেকে দলের যেসব নেতা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের সকলকে শোকজ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিষয়ে বিভাগীয় যে দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, তাদের নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় নির্বাচনে নৌকার বিরোধীকারীদের শোকজ করতে। শোকজের জবাব সন্তোষজনক না হলে চ‚ড়ান্ত পর্যায়ে তাদের বহিষ্কার করা হবে। মোট কথা দলীয় শৃঙ্খলা বিনষ্টকারী কাউকেই কোনো ছাড় দেয়া হবে না। সূত্র জানায়, উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ সম্প্রতি ঘটে যাওয়া শিশু ধর্ষণসহ নানা সামাজিক অপরাধ তুলে ধরে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির কথা বলেন। দ্রæত তাদের বিচার কার্যক্রম সম্পন্নের উপায় নিয়েও কথা বলেন। এজন্য প্রয়োজনে আইন সংশোধনের কথা বললে প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেন। বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা পরিষদ সদস্য ড. ইনাম আহমেদ চৌধুরীকে বক্তব্য দেয়ার কথা বলেন। জবাবে ইনাম আহমেদ চৌধুরী তাকে প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মনোনীত করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞত প্রকাশ ও তাকে ধন্যবাদ জানান। এসময় শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও প্রশংসা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App