×

বিনোদন

পঞ্চ গীতিকবির গান নিয়ে অণিমার গবেষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ০৩:০০ পিএম

পঞ্চ গীতিকবির গান নিয়ে অণিমার গবেষণা
রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায় চলতি বছরেই ডক্টরেট ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে গবেষণা করছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমান ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষ ও লীনা তাপসী খানের গাইডে তিনি পিএইচডির বিষয়ে গবেষণা করছেন। অণিমা রায় আশা করছেন চলতি বছরের শেষপ্রান্তে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে তার ভাবনার উপস্থাপন করতে পারবেন। যদি সময়মতো যথাযথভাবে তিনি গবেষণাপত্র উপস্থাপন করতে পারেন তাহলে চলতি বছরের শেষপ্রান্তেই অণিমা রায় ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। আজ রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের জন্মদিন। তার স্বামীর উদ্যোগেই সাধারণত জন্মদিন বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। জন্মদিনে তিনি বাবা-মাকে খুব মিস করেন বলে জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App