×

জাতীয়

কক্সবাজারের সৈকত থেকে আরও ৩ জনের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১২:০৯ পিএম

সাগরে মাছ ধরতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ভেসে আসা ট্রলারের আরও তিন জলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয় এ দাঁড়িয়েছে। এদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার সকালে ট্রলারটি থেকে ৬ জনের লাশ এবং ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে “সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে ১ জন, মহেশখালীর হোয়ানক থেকে ১ জন এলাকার থেকে ১ জন এবং কক্সবাজার শহরের সমিতি পাড়া থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ট্রলারটিতে থাকা জেলেদের মধ্যে ৯ জনকে মৃত এবং ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে।” উদ্ধারকৃত লাশ ৩টি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি। নিহত ৯ জনের মধ্যে যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তারা হলেন ভোলা জেলার চরফ্যাশন রসুলপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত আসমান পাটোয়ারীর ছেলে শামছুদ্দিন পাটোয়ারী (৪৫), পূর্ব মাদ্রাজ এলাকার মৃত আব্দুস শহীদের ছেলে মোহাম্মদ বাবুল (৩২), উত্তর মাদ্রাজ এলাকার মৃত আব্দুল হকের ছেলে মোহাম্মদ মাসুদ (৪৫), একই এলাকার মৃত বুজুগ হাওলাদারের ছেলে আজি উল্লাহ ওরফে মনির (৩৮), মৃতমোহাম্মদ নুরের ছেলে অলি উল্লাহ (৫০), রসুলপুরের ৬ নম্বর ওয়ার্ডের শষীবিষন এলাকার মুসলিম বলির ছেলে জাহাঙ্গীর বলি (৪০) এবং পূর্ব মাদ্রাজের মো. তরিক মাঝির ছেলে কামাল হোসেন (৩৫)। জীবিত উদ্ধার ২ জেলে এখনও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা জানান, গত ৪ জুলাই (বৃহস্পতিবার) ভোলা চরফ্যাশনের ছমরাজ ঘাট থেকে মাছ ধরার উদ্দেশে ট্রলারটি সাগরে নেমেছিল। তারা মোট ১৪ জন ছিলেন। গত ৬ জুলাই ভোরে ঝড়ো হাওয়ায় ট্রলারটি উল্টে যায়। তারা পুলিশকে জানিয়েছেন, দুর্যোগে পড়া ট্রলারটির মালিক ভোলার চরফ্যাশন এলাকার ওয়াজ উদ্দিন পিটার ওরফে মিন্টু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App