×

খেলা

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ০৪:২৮ পিএম

শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় সেমি ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছ অস্ট্রেলিয়া। বার্মিংহামের এজবাস্টনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি। তবে শুরুটা তাদের ভাল হয়নি তাদের। শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান তুলেছে। অ্যারন ফিঞ্চ গোল্ডেন ডাক মেরেছেন। ডেভিড ওয়ার্নার আউট হয়েছেন ৯ রানে। পিটার হ্যান্ডসকম্ব ফিরেছেন ৪ রানে। স্টিভ স্মিথ ও অ্যালেক্স কেরি ক্রিজে আছেন। শুরুর তিন উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার। ২৭ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ইংলিশরা। গ্রুপ পর্বের দু’দলের মুখোমুখি লড়াইয়ে অজিদের বিপক্ষে ৬৪ রানের বড় ব্যবধানে হেরেছিল ইংলিশরা। এরই মধ্যে প্রথম সেমি ফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ১৪ জুলাই লর্ডসের ফাইনালের টিকিট কেটেছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। বিশ্বকাপে হেড টু হেড মোট ম্যাচ: ৮টি, ইংল্যান্ড জয়ী: ২টি। অস্ট্রেলিয়া জয়ী: ৬টি। মুখোমুখি দুই দল মোট ম্যাচ: ১৪৮টি, ইংল্যান্ড জয়ী: ৬১টি। অস্ট্রেলিয়া জয়ী: ৮২টি। ড্র: ০টি ম্যাচ, পরিত্যক্ত: ৩টি। ইংল্যান্ড একাদশ: ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড। অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, জেসন বেহেরনড্রফ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান লায়ন, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক এবং মার্কাস স্টয়নিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App