×

জাতীয়

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় ইউপি সদস্যকে নোটিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ০১:৫৪ পিএম

পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় ইউপি সদস্যকে নোটিশ
পদ্মা সেতু নির্মাণ কাজে ‘মানুষের মাথা লাগবে’- সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব রটানোর অভিযোগে হাটহাজারীর এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসসার (ইউএনও) রুহুল আমিন ।
বুধবার সন্ধ্যায় ফতেপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলমগীর হোসেনকে এ নোটিশ দেওয়া হয়।
ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে তাকে নেটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছেন ইউএনও।
এ বিষয়ে ইউএনও রুহুল আমিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ইউপি সদস্য মো. আলমগীর তার ফেসবুক ওয়ালে ‘পদ্মা সেতুর জন্য মাথা লাগবে’ ও ‘গুজব নয় সত্যি, রক্ত চায় পদ্ধা সেতু’ শিরোনামে দুটি ছবি পোষ্ট করে গুজব ছড়িয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করেছেন।
তিনি বলেন, ‘আলমগীরের এ কর্মকাণ্ড অনভিপ্রেত ও চরম দায়িত্বজ্ঞানহীন। তাই তার বিরুদ্ধে এ সংক্রান্তে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে নেটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর বলেছি।’
এদিকে এ বিষয়ে জানতে মোবাইল ফোনে ইউপি সদস্য মো. আলমগীর হোসেনের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App