×

সাময়িকী

কবি আল মাহমুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ০৭:০৬ পিএম

তিতাস নদী যাচ্ছে বয়ে জল হয়েছে ঘোলা মক্তবে মেয়ে পড়তে আসে চুলতো আজও খোলা। গ্রামের ভিতর ডাকাত পড়ে; ওটা ছিল গ্রাম? ডাকাত পাড়ার কাব্য লিখে ঝরাও এত ঘাম! ট্রাকের মুখে আগুন দিতে মতিয়ুর আর আসবে না ডাবের মতো চাঁদটা দেখে তুমিও আর হাসবে না। সবাই ওরা মানুষ হোক করুক তাদের কাজ তুমি হবে একটা পাখি পণ করেছো আজ? প্রতিদিনই জাগবে ভোরে দেখবে দূরের বিল সাদা সাদা বকের উড়াল, জলেরও ঝিলমিল! প্রভাতফেরির সঙ্গে তোমার আর হবে না হাঁটা নিথর হয়ে থেমে গেলে! থামলো চলার পা’টা। তোমার মায়ের নাকের নোলক পাওনি তুমি খুঁজে আমরা তোমায় খোঁজার জন্য নিলে দুচোখ বুজে? সকল কিছু তার হাতে যে, তিনি দয়াল মাবুদ তোমায় ডেকে কাছে নিলেন সেই মাবুদে খোদ। তাঁকে তুমি তুষ্ট রাখায় থাকতে ধ্যানে বুঁদ নিশ্চয়ইতো আছো ভালো, কবি আল মাহমুদ।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App