×

সাময়িকী

আয়ু লিখে পাতায় পাতায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ০৭:০৪ পিএম

হারিয়ে গেলো সোনার নোলক, অঝরে কাঁদে তিতাস কাঁদে নদীর ভেতরের নদী লোক লোকান্তরে মায়ের নোলক শোক না কোনো শূন্যতা মানি না সন্ধান পাবে কি! দিশাহীন বকতিয়ারের ঘোড়া মায়াবী পর্দা দুলে ওঠো দেখো আরব্য রজনীর রাজহাঁস পানকৌড়ির রক্ত সৌরভের কাছে পরাজিত পাখির কাছে ফুলের কাছে ছায়ায় ঢাকা মায়ার পাহাড় তোমার গন্ধে ফুল ফুটেছে বিচূর্ণ আয়নায় কবির মুখ। কালের কলসে বাজে জীবন নূপুর আয়ু লিখে সোনালী কাবিন পাতায় পাতায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App