×

সাময়িকী

আল মাহমুদ স্মরণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ০৭:০৪ পিএম

ক. অক্ষর, স্বর, মাত্রা আর জীবনের প্রতীক ‘ধান’ রূপায়ণের প্রাচুর্যে সবই, সংযোগসাধকে আলোড়িত করে ‘কালের কলস’ এর ছবি। দার্শনিক পরিবর্তনে টোকা দেয় রোদ, পেয়েছে যেন স্বকীয়তার অবয়ব আর অন্যরকম এক জীবনের বোধ। খ . ‘পানকৌড়ির রক্ত’ অভিব্যক্তির উচ্চারণ, জিজ্ঞাসার গভীরে সৃষ্টির আলোড়ন। অস্তিত্বের সমন্বয়ে ছায়ারা ভিড়েছে ঘাটে, লোকপ্রিয়তার সূত্রগুলো ছন্দে নাচে মাঠে। গ . রূপকথার অলীক মায়ার বয়ানে আধুনিকতায় উতলা যিনি, মানববিন্যাসের এপিটাফের দ্যুতি কবি আল মাহমুদ তিনি।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App